Advertisement

Arattai App Viral: সোশ্যালে ঝড় তুলল 'আরাত্তাই' অ্যাপ! সবাই কেন Download করছে? কী হয় এতে?

মাত্র তিন দিনেই ভাইরাল। দিনে ৩ লক্ষ ৫০ হাজার ডাউনলোড। সোশ্যাল মিডিয়ার জগতে রীতিমতো ঝড় তুলল নতুন অ্যাপ 'আরাত্তাই'(Arattai)।

হঠাৎ ভাইরাল আরাত্তাই অ্যাপ।হঠাৎ ভাইরাল আরাত্তাই অ্যাপ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 6:39 PM IST
  • মাত্র তিন দিনেই ভাইরাল। দিনে ৩ লক্ষ ৫০ হাজার ডাউনলোড।
  • সোশ্যাল মিডিয়ার জগতে রীতিমতো ঝড় তুলল নতুন অ্যাপ 'আরাত্তাই'(Arattai)।
  • ভারতের সফটওয়্যার সংস্থা Zoho Corporation এই মেসেজিং অ্যাপ বানিয়েছে।

মাত্র তিন দিনেই ভাইরাল। দিনে ৩ লক্ষ ৫০ হাজার ডাউনলোড। সোশ্যাল মিডিয়ার জগতে রীতিমতো ঝড় তুলল নতুন অ্যাপ 'আরাত্তাই'(Arattai)। ভারতের সফটওয়্যার সংস্থা Zoho Corporation এই মেসেজিং অ্যাপ বানিয়েছে। অনেকেই ইতিমধ্যেই একে ‘ভারতের হোয়াটসঅ্যাপ’ বলতে শুরু করে দিয়েছেন।

১. কী এই আরাত্তাই অ্যাপ?

তামিলে ‘আরাত্তাই’ শব্দের অর্থ ‘আড্ডা’ বা হালকা আলোচনা। Zoho ২০২১ সালে প্রথম সাইড প্রজেক্ট হিসেবেই এই অ্যাপ চালু করেছিল। তবে সম্প্রতি সরকারের প্রশংসা এবং সোশ্যাল মিডিয়ার প্রচারে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে এটি। ওয়ান টু ওয়ান চ্যাট থেকে শুরু করে গ্রুপ, ভয়েস নোট, ছবি-ভিডিও শেয়ারিং, স্টোরি ও ব্রডকাস্ট, সব কিছুই আছে এই অ্যাপে।

২. বিশেষত্ব কী?
অন্য মেসেজিং অ্যাপের সঙ্গে ফিচারে খুব বেশি ফারাক নেই। তবে সবচেয়ে বড় বিষয়টি হল ডেটা প্রাইভেসি। Zoho র দাবি, ইউজারদের ব্যক্তিগত ডেটা কখনই শেয়ার করা হবে না।

ক. টেক্সট, ফাইল ও মিডিয়া শেয়ারিং

খ. অডিও-ভিডিও কলিং

গ. মাল্টি-ডিভাইস সাপোর্ট, এমনকি ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড টিভিতেও চলবে

ঘ. স্টোরিজ ও চ্যানেল ফিচার

৩. হঠাৎ এত জনপ্রিয় কেন?
সম্প্রতি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারতে তৈরি বিভিন্ন ডিজিটাল অ্যাপ ব্যবহারের আহ্বান জানান। সেই তালিকায় সবার আগে ছিল এই আরাত্তাই। এরপরই ডাউনলোডের হিড়িক পড়ে। iOS ও অ্যান্ড্রয়েড, দুই প্ল্যাটফর্মেই এক নম্বরে উঠে আসে এই অ্যাপ। Zoho র কো-ফাউন্ডার শ্রীধর ভেম্বু এক্স এ (Twitter) লেখেন, '৩ দিনে ৩ হাজার থেকে ৩ লক্ষ ৫০ হাজার সাইন আপ, একেবারে ১০০ গুণ বৃদ্ধি।'

৪. চাপে সংস্থা
হঠাৎ এত ইউজার সামলাতে গিয়ে অ্যাপ নির্মাতারা সমস্যায় পড়ছেন। ওটিপি দেরিতে আসছে। অনেকের আবার কন্ট্যাক্ট সিঙ্ক হচ্ছে না। কখনও আবার কল ফেলের অভিযোগ উঠছে। Zoho জানিয়েছে, সার্ভার স্টেবল হতে আপাতত কয়েক দিন সময় লাগবে।

৫. হোয়াটসঅ্যাপকে হারাতে পারবে?
ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী প্রায় ৫০ কোটিরও বেশি। ফলে সেই বাজার কেড়ে নেওয়া সহজ নয়। তাছাড়া আরাট্টাই এ এখনও চ্যাট সম্পূর্ণ এনক্রিপ্টেড নয়। হোয়াটসঅ্যাপে বহুদিন ধরেই চ্যাট ১০০% এনক্রিপডেট। আরাত্তাই এর এই জনপ্রিয়তা দীর্ঘমেয়াদে টেকে কিনা, এখন সেটাই দেখার।

Advertisement

Read more!
Advertisement
Advertisement