Advertisement

FD Interest Rates: ১ বছরের এফডি-তে বিরাট সুদ বাড়াল এই ব্যাঙ্ক; SBI, PNB, HDFC ও ICICI কত দিচ্ছে?

এই ব্যাঙ্কে টাকা স্থায়ী আমানতে টাকা রাখুন। ১ বছর ১১ দিন থেকে ১ বছর ২৫ দিনের জন্য আকর্ষণীয় সুদ দিচ্ছে। বাকি ব্যাঙ্কগুলি কত দিচ্ছে?

ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল অ্যাক্সিস ব্যাঙ্ক।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2022,
  • अपडेटेड 10:26 PM IST
  • এক বছরে দুর্দান্ত সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
  • সুদ বাড়াল এই ব্য়াঙ্ক।
  • SBI, PNB, HDFC ও ICICI কত দিচ্ছে?

ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানতে সুদের হার বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। এবার ফিক্সড ডিপোজিটে (FD) সংশোধিত সুদের হার জারি করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। এই সুদের হার ১৭ মার্চ থেকে কার্যকর। এবং ২ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে প্রযোজ্য। অতিসম্প্রতি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং এইচডিএফসি ব্যাঙ্কও এফডি-তে সুদের হার বাড়িয়েছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক (AXIS BANK)

অ্যাক্সিস ব্যাঙ্ক ১ বছর ১১ দিন থেকে ১ বছর ২৫ দিনের জন্য সুদ দিচ্ছে ৫.৩০ শতাংশ। যা সোমবার থেকে কার্যকর হয়েছে।      
- ৭ থেকে ১৪ দিন এবং ১৫ থেকে ২৯ দিনের মধ্যে আমানতে সুদের হার ২.৫ শতাংশ।
- ৩০ দিন থেকে ৪৫ দিন, ৪৬ দিন থেকে ৬০ দিন এবং ৬১ দিন থেকে ৯০ দিনের জন্য ৩ শতাংশ সুদের হার।
-৯১ দিন থেকে ১২৯ দিনের জন্য ৩.৫ শতাংশ সুদের হার।
- ৪.৪ শতাংশ সুদের হার ৬ মাস, ৯ মাস এবং এক বছরের কম সময়ের জন্য।
- ১ বছর থেকে ১ বছর ৫ দিনে সুদ ৫.১০ শতাংশ। 
- এক বছর ৫ দিনে ৫.১৫ শতাংশ সুদের হার।
- ১ বছর ১১ দিন থেকে ১ বছর ২৫ দিনে সুদের হার ৫.৩০%। 
- ১৫ থেকে ১৮ মাসের কম হলে সুদের হার ৫.২০ শতাংশ। 
- ১৮ মাস থেকে ২ বছরে সুদের হার ৫.২৫ শতাংশ। 
- ২ বছর থেকে ৫ বছরের মধ্যে সুদের হার ৫.৪০ শতাংশ। 
- ৫.৭৫ শতাংশ সুদের হার ৫ বছর থেকে ১০ বছরের জন্য।

এসবিআই এফডি সুদের হার (SBI FD Interest Rate)

- ৭ দিন থেকে ১৪ দিন, ১৫ দিন থেকে ২৯ দিন, ৩০ দিন থেকে ৪৫ দিন FD-তে ২.৯০ শতাংশ সুদের হার।
- ৪৬ থেকে ৬০ দিন, ৬১ থেকে ৯০ দিন এবং ৯১ থেকে ১২০ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৩.৯০ শতাংশ।
- ৪.৪ শতাংশ সুদের হার ৬ মাস, ৯ মাস, এক বছরের কম সময়ের জন্য।
- ১ বছর থেকে ২ বছরের মধ্যে হলে সুদের হার ৪.৪০ শতাংশ।
- ৫.২০ শতাংশ সুদের হার ২ বছর থেকে ৩ বছরে৷
- ৫.৪৫ শতাংশ সুদের হার ৩ বছর থেকে ৫ বছরের জন্য প্রযোজ্য।
- ৫ বছর থেকে ১০ বছরের জন্য ৫.৫ শতাংশ সুদের হার।

Advertisement

পিএনবি ব্যাঙ্ক  (PNB Interest Rate) 

- ৭ থেকে ১৪ দিন, ১৫ থেকে ২৯ দিন, ৩০ দিন থেকে ৪৫৬ দিনের জন্য ২.৯০ শতাংশ।
- ৪৬ থেকে ৯০ দিনের জন্য ৩.২৫ শতাংশ।
- ৯১ দিন থেকে ১৭৯ দিনের জন্য ৩.৮০ শতাংশ সুদের হার।
- ১৮০ দিন থেকে ২৭০ দিন, ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য ৪.৪ শতাংশ।
- ৫ শতাংশ সুদের হার ১ বছর, এক বছর থেকে ২ বছরের জন্য প্রযোজ্য।
- ২ বছর, ৩ বছরের জন্য সুদের ৫.১০ শতাংশ।
- ৩ বছরের জন্য ৫.২৫ শতাংশ, ৫ বছর এবং ৫ বছর থেকে ১০ বছরের বেশি।

এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank Interest Rate)

- ৭ থেকে ১৪ দিন, ১৫ দিন থেকে ২৯ দিনের জন্য ২.৫ শতাংশ সুদের হার।
- ৩০ দিন থেকে ৪৫ দিন, ৪৬ দিন থেকে ৬০ দিন, ৬১ দিন থেকে ৯০ দিনের জন্য ৩ শতাংশ সুদের হার।
- ৯১ দিন থেকে ১২০ দিনের জন্য ৩.৫ শতাংশ সুদের হার।
- ৬ মাস, ৯ মাস এবং ৯ থেকে এক বছরের কম সময়ের জন্য ৪.৪ শতাংশ।
- ১ বছর ১ দিন থেকে ২ বছরের জন্য ৫ শতাংশ সুদের হার।
- ২ বছর ১ দিন থেকে থেকে ৩ বছরের জন্য ৫.২০ শতাংশ।
- ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের জন্য ৫.৪৫ শতাংশ সুদের হার।
- ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্য সুদের হার ৫.৬০ শতাংশ।


আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank Interest Rate)

- ৭ দিন থেকে ১৪ দিন. ১৫ থেকে ২৯ দিনের সুদের হার ২.৫০ শতাংশ। 
-৩০ থেকে ৪৫, ৪৬ দিন ৬০ দিন এবং ৬১ দিন থেকে ৯০ দিনের সুদের হার ৩ শতাংশ। 
- ৯১ থেকে ১২০ দিন, ১২১ থেকে ১৫০ দিনে সুদের হার ৩.৫০ শতাংশ। 
- ১ বছরের কম আমানতে সুদ ৪.৪০ শতাংশ। 
- ১ বছর থেকে ২ বছরে ৫ শতাংশ সুদ। 
- ২  বছর ১ দিন থেকে ৩ বছরের সুদের হার ৫.২০ শতাংশ। 
- ৩ বছর ১ দিন থেকে ৫ বছর ৫.৪৫ শতাংশ সুদের হার। 
- ৫ বছর ১ দিন থেকে ১০ বছর ৫.৬০ শতাংশ। 

আরও পড়ুন- Big Bazaar দেনায় জর্জরিত, আমাজন-রিলায়েন্স যুদ্ধে পতন শেয়ারে

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement