Advertisement

Bangla Awas Yojana Application: 'বাংলা আবাস যোজনা'য় টাকা পেতে কীভাবে আবেদন-কী যোগ্যতা? সব তথ্য

বাংলা আবাস যোজনার(banglaawasyojana) জন্য কারা যোগ্য? আবেদন করবেন কীভাবে? কত টাকা পাবেন? সব তথ্য পাবেন এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মধ্যে এটি অন্যতম।

বাংলা আবাস যোজনায় আবেদনের পদ্ধতি, যোগ্যতা, নথি।বাংলা আবাস যোজনায় আবেদনের পদ্ধতি, যোগ্যতা, নথি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2024,
  • अपडेटेड 4:14 PM IST

বাংলা আবাস যোজনার(banglaawasyojana) জন্য কারা যোগ্য? আবেদন করবেন কীভাবে? কত টাকা পাবেন? সব তথ্য পাবেন এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মধ্যে এটি অন্যতম। বাংলা আবাস যোজনার পাশাপাশি এটি বাংলার বাড়ি(Banglar Bari) নাামেও পরিচিত।

বাংলা আবাস যোজনা কারা যোগ্য? (Bangla Awas Yojana Eligibility 2024 Criteria)

  • ভারতের নাগরিক: অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 
  • বয়স সীমা: ন্যূনতম ১৮ বছর, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। 
  • বার্ষিক আয়: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বার্ষিক আয় ১ লাখ টাকার কম হলে তবেই আবেদন করতে পারবেন। 
  • BPL তালিকাভুক্ত: এমন ব্যক্তিদের আবেদনই গৃহিত হবে, যাঁদের নিজস্ব বাড়ি নেই বা আর্থিক দিক থেকে পিছিয়ে। অর্থাৎ বিপিএল তালিকাভুক্তরাই এই সুযোগ পাবেন। 
  • সরকারি চাকরি থাকলে হবে না: পরিবারের মধ্যে কারও সরকারি চাকরি থাকলে তাঁরা বাংলা আবাস যোজনার টাকা পাবেন না।
  • পরিবারের অন্য় কেউ পেলে: পরিবারের মধ্যেই অন্য কেউ বাংলা আবাস যোজনার টাকা পেয়ে থাকলে পাবেন না। 

বাংলা আবাস যোজনায় আবেদন করার পদ্ধতি (How to apply for Bangla Awas Yojana)
দুইভাবে আবেদন করা যাবে- অনলাইন ও অফলাইন। নিজে করতে পারলে ভাল। নয় তো অনলাইন ব্যবহারে পটু কারও সাহায্য নিতে পারেন(Bangla Awas Yojna Online Application)।

বাংলা আবাস যোজনা অফলাইন আবেদনের পদ্ধতি (Bangla Awas Yojana Offline Apply):

তবে সিংহভাগ মানুষেরই বিষয়টি খটমট লাগতে পারে। তাঁদের জন্য অফলাইন পদ্ধতি জানানো হল। 

প্রথমেই নিকটবর্তী BDO অফিসে যান। সেখানে বাংলা আবাস যোজনার ফর্ম চান। 

এবার সেই ফর্ম ফিলআপ করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে তা আপনাকে সেখানেই বলে দেওয়া হবে। 

কী কী নথি লাগে?(Bangla Awas Yojana Document)
১. বর্তমান বাড়ির একটি রঙিন ছবি 
২. আধার কার্ড
৩. রেশন কার্ড
৪. জমির নথির জেরক্স কপি
৫. ব্যাঙ্কের পাসবই
ভারতের নাগরিকত্ব, বয়সের প্রমাণ লাগে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড নিয়ে যাবেন। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যাদি লাগবে। সুবিধার জন্য ব্যাঙ্কের পাসবইটাই নিয়ে যান। সেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ব্যাঙ্কের নাম, IFSC কোড ইত্যাদি দিতে পারবেন। 

বাংলা আবাস যোজনায় কত টাকা পাবেন? (Bangla Awas Yojana Money Amount)
বাংলা আবাস যোজনায় গৃহহীন পরিবার ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। ৩ কিস্তিতে এই টাকা পাবেন। প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা।  তারপর দ্বিতীয় কিস্তিতে ৬০,০০০ টাকা এবং তৃতীয় কিস্তিতে ১০,০০০ টাকা। 

এর ফলে বাড়ি তৈরি করায় কিছুটা সহায়তা হবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement