Advertisement

Bank Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮%-এরও বেশি সুদ! সমস্ত ব্যাঙ্কের রেট চার্ট দেখে নিন

Bank Fixed Deposit: ব্যাঙ্কের স্থায়ী আমানতে বিনিয়োগের কথা ভাবছেন? এই প্রতিবেদনটি তাঁদের জন্য। কিছু ব্যাঙ্ক সম্প্রতি স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে। এর মানে, বর্তমান সময়টা স্থায়ী আমানতে বিনিয়োগের জন্য বেশ ভাল।

Fixed Deposit-এ কোথায় সুদ সবচেয়ে বেশি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2024,
  • अपडेटेड 5:09 PM IST
  •  ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কথা ভাবছেন? এই প্রতিবেদনটি আপনারই জন্য।
  • বর্তমান সময়টা স্থায়ী আমানতে বিনিয়োগের জন্য বেশ ভাল।
  • ভারতের কিছু শীর্ষ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তালিকা দেওয়া হল।

Bank Fixed Deposit: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কথা ভাবছেন? এই প্রতিবেদনটি আপনারই জন্য। কিছু ব্যাঙ্ক সম্প্রতি স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে। তাই এই সময়টা স্থায়ী আমানতে বিনিয়োগের জন্য বেশ ভাল।

তাছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদের হার কমিয়েছে। এমন প্রেক্ষাপটে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও নিকট ভবিষ্যতে সুদের হার কমাতে পারে বলে আন্দাজ বিশেষজ্ঞদের।

সেটা হলে, তখন ভারতের ব্যাঙ্কগুলোও স্থায়ী আমানতের সুদের হার কমাতে বাধ্য হতে পারে। তখন কিন্তু বিনিয়োগকারীদের কম সুদ মিলবে। তাই সহজে বললে, এখনই স্থায়ী আমানতে বিনিয়োগ করার সঠিক সময়।

স্থায়ী আমানত (FD)
মধ্যবিত্তদের ঝুঁকিহীন বিনিয়োগের তালিকা করলে এক নম্বরে নিঃসন্দেহে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট আসবে। একবার কিছুটা টাকা জমিয়ে ফেললেই, সেটা এভাবে ফিক্স করে দেওয়া যেতে পারে। টাকা জমেও থাকবে, আবার তার উপর সুদও পাবেন। এফডির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, অনেক রকম মেয়াদের অপশন পাবেন। ফলে আপনার প্ল্যান অনুযায়ী কম বেশি অ্যামাউন্টের টাকা বিনিয়োগ করতে পারবেন।

সাধারণত লোকের যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেখানেই FD করে। আপনিও চাইলে সেটাই করতে পারেন। আবার আপনার আমানতের টাকার পরিমাণটা একটু বেশি হলে, অন্য ব্যাঙ্কের অপশনগুলোও খতিয়ে দেখতে পারেন। সামান্য একটু সুদের পার্সেন্টেজের হেরফেরেই আপনার কয়ের হাজার টাকা বেশি লাভ হতে পারে। ফলে সেই সুযোগ হাতছাড়া না করাই ভাল। 

FD অ্যাকাউন্ট খোলাও খুবই সহজ। নিকটস্থ ব্যাঙ্ক শাখায় গিয়েই করতে পারেন। যে ব্যাঙ্কে আপনার ইতিমধ্যেই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেখানেই এফডি অ্যাকাউন্ট খুললে সেক্ষেত্রে আপনার টাকা ট্রান্সফারও সহজ হবে। আলাদা করে কেওয়াইসি-র ঝক্কি থাকবে না। 

নিচে ভারতের কিছু শীর্ষ ব্যাঙ্ক(Best Bank FD India 2024), যেমন- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB)-সহ বেশ কয়েকটি ব্যাঙ্কের তালিকা দেওয়া হল। এখানে ফিক্সড ডিপোজিটে বেশ লোভনীয় হারে সুদ পাবেন। আপনি পছন্দ অনুযায়ী সঠিকটি বেছে নিতে পারেন। আসুন, এক নজরে সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক:

Advertisement
মহারাষ্ট্র ব্যাঙ্ক ৬.৯% ৭.১৫% ৭.২৫% ৬.৫%
বরোদা ব্যাঙ্ক ৭.১৫% ৭.৩% ৭.১৫% ৬.৫%
ইন্ডিয়া ব্যাঙ্ক ৬% ৭.৩% ৬.৭৫% ৬.৫%
ক্যানারা ব্যাঙ্ক ৬.২৫% ৭.২৫% ৬.৮৫% ৬.৮%
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬.২৫% ৭.৪৫% ৬.৫% ৬%
ইন্ডিয়ান ব্যাঙ্ক ৭.০৫% ৭.২৫% ৬.৭% ৬.২৫%
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ৫.৭৫% ৭.৩% ৬.৮% ৬.৫%
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ৭.০৫% ৭.২৫% ৭% ৬.৫%
পাঞ্জাব & সিন্ধ ব্যাঙ্ক ৭.১৫% ৭.৩% ৬.৩% ৬%
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৬.৫% ৭.২৫%* ৭% ৬.৭৫%
ইউকো ব্যাঙ্ক ৫.৫% ৭.০৫% ৬.৩% ৬.২%
ইউনিয়ন ব্যাঙ্ক ৭.৪% ৭.২৫% ৬.৭% ৬.৫%
অ্যাক্সিস ব্যাঙ্ক ৬% ৭.২৫% ৭.১% ৭.১%
বন্ধন ব্যাঙ্ক ৪.৫% ৮.০৫% ৭.২৫% ৭.২৫%
ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক ৭.২৫% ৭.৭৫% ৭.১% ৫.৭৫%
সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ৭.৫% ৭% ৬.৫% ৬.২৫%
ডিসিবি ব্যাঙ্ক ৭.২৫% ৮.০৫% ৭.৫৫% ৭.৭৫%
ধনলক্ষ্মী ব্যাঙ্ক ৫% ৭.২৫% ৬.৫% ৭.২৫%
ফেডেরাল ব্যাঙ্ক ৬.৫% ৭.৩৫% ৭.৪% ৭.৪%
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC) ৬% ৭.২৫% ৭.৩৫% ৭.৪%
আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI) ৬% ৭.২৫% ৭% ৭%
আইডিবিআই ব্যাঙ্ক (IDBI) ৭.০৫% ৭.৩৫% ৭% ৬.৫%
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ৫.৭৫% ৭.৭৫% ৭% ৬.৭৫%
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৬.৫% ৭.৯৯% ৭.২৫% ৭.২৫%
জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক ৬.২৫% ৭% ৭% ৬.৭৫%
কর্ণাটক ব্যাঙ্ক ৬.৭৫% ৭.৫% ৬.৫% ৬.৫%
কোটাক ব্যাঙ্ক ৭% ৭.৪% ৭.১৫% ৭%
করুর বৈশ্য ব্যাঙ্ক ৭.৪% ৭.৫% ৭.৬% ৭%
আরবিএল ব্যাঙ্ক (RBL) ৬.০৫% ৮.১% ৭.৫% ৭.১%
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ৫% ৭.২৫% ৭% ৬.৭%
তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাঙ্ক ৬% ৭.৫% ৬.৭৫% ৬.৫%
টিএনএসসি ব্যাঙ্ক (TNSC) ৬.৭৫% ৭.৭৫% ৬.৭৫% ৬.৫%
ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) ৬.৩৫% ৮% ৭.২৫% ৭.২৫%

উপরের তালিকা দেখেই আপনি আপনার পছন্দ মতো ফিক্সড ডিপোজিট বেছে নিতে পারেন। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement