Advertisement

Bank Holidays In February 2023: ফেব্রুয়ারিতে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল সম্পূর্ণ ছুটির তালিকা

Bank Holidays in February 2023: ফেব্রুয়ারি শুরু হওয়ার আগে সে মাসে মোট কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয়, তবে অবশ্যই তার আগে ওই মাসের সম্পূর্ণ ছুটির তালিকাটি দেখে নিন...

ফেব্রুয়ারি শুরু হওয়ার আগে সে মাসে মোট কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তা জানা খুবই গুরুত্বপূর্ণ।
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 23 Jan 2023,
  • अपडेटेड 2:49 PM IST
  • ফেব্রুয়ারি শুরু হওয়ার আগে সে মাসে মোট কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তা জানা খুবই গুরুত্বপূর্ণ।
  • ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays in February 2023: ২০২৩ সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি শেষ হতে চলেছে। ফেব্রুয়ারি শুরু হওয়ার আগে (Bank Holidays in February 2023), সে মাসে মোট কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আজকাল ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং-এর কারণে মানুষের বেশিরভাগ কাজ ঘরে বসেই করা হয়, কিন্তু বিপুল পরিমাণ নগদ টাকা তোলার জন্য ডিমান্ড ড্রাফ্টের মতো কাজ। এর জন্য একটি ব্যাঙ্কের প্রয়োজন। আপনাকে যদি ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয়, তবে অবশ্যই তার আগে ওই মাসের সম্পূর্ণ ছুটির তালিকাটি দেখে নিন...

ফেব্রুয়ারি মাসে কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কে বেশ কয়েকটি ছুটি থাকে। এই পুরো মাসে, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফেব্রুয়ারি মাসে যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হয় তবে ব্যাঙ্কে কোন কোন দিন ছুটি থাকবে, সেই তালিকা দেখেই ব্যাঙ্কে যাওয়ার সিদ্ধান্ত নিন। ফেব্রুয়ারি মাসে, ব্যাঙ্কের শাখাগুলি শনি ও রবিবার বাদে মহাশিবরাত্রির মতো উৎসবগুলিতেও বন্ধ থাকবে। চলুন এবার ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নেওয়া যাক...

আরও পড়ুন: FD-র থেকেও অনেক বেশি রিটার্ন; ১০০০ টাকা করে জমিয়ে পান ৫০ লাখ

RBI-এর প্রকাশিত ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা:
•    ৫ ফেব্রুয়ারি, ২০২৩ - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ১১ ফেব্রুয়ারি, ২০২৩ - দ্বিতীয় শনিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ১২ ফেব্রুয়ারি, ২০২৩ - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ১৫ ফেব্রুয়ারি, ২০২৩- লুই-এনগাই-নি (হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ১৮ ফেব্রুয়ারি, ২০২৩- মহাশিবরাত্রি (আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ১৯ ফেব্রুয়ারি, ২০২৩- রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ২০ ফেব্রুয়ারি, ২০২৩- রাজ্য দিবস (আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ২১ ফেব্রুয়ারি, ২০২৩- লোসার (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ২৫ ফেব্রুয়ারি, ২০২৩- তৃতীয় শনিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
•    ২৬ ফেব্রুয়ারি, ২০২৩- রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

Advertisement

ফেব্রুয়ারিতে, মোট ২৮ দিনের মধ্যে, বিভিন্ন রাজ্যের ছুটি মিলিয়ে মোট ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে ৬ দিন দেশজুড়েই ব্যাঙ্কের শাখায় ব্যাঙ্কিং পরিষেবা মিলবে না। তবে অনলাইনে বা নেট ব্যাঙ্কিংয়ে অনেক জরুরি কাজই সেরে নেওয়া যেতে পারে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement