Advertisement

Bank Holidays 2023 May : মে মাসে দেশজুড়ে ১৪ ব্যাঙ্ক বন্ধ, পশ্চিমবঙ্গে কবে কবে?

রাজ্য এবং উৎসব অনুষ্ঠানের ভিত্তিতে আরবিআই দ্বারা ব্যাঙ্ক হলিডে তালিকা তৈরি করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনে আরবিআই-এর ওয়েবসাইটটিও দেখতে পারেন। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 May 2023,
  • अपडेटेड 4:26 PM IST
  • মে মাস শুরু
  • বাংলায় ব্যাঙ্ক বন্ধ ৯ দিন
  • জেনে নিন দিনগুলি

মে মাস পড়ে গিয়েছে। মে মাসের প্রথম দিনে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক ছুটি রয়েছে। প্রতি মাসের মতো এবারও ব্যাংকগুলিতে নির্দিষ্ট ছুটি রয়েছে। এবার দেশের বিভিন্ন এলকার ব্যাঙ্কে সব মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকবে। এবার ব্যাঙ্ক ছুটি শুরু ১ মে থেকে। ১ মে মহারাষ্ট্র দিবসের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ রয়েছে। এই মাসে যদি ব্যাঙ্ক সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে এখন থেকেই নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত। এবার দ্বিতীয় ও চতুর্থ শনিবার যথাক্রমে ১৩ ও ২৭ মে-তেও বন্ধ থাকবে ব্যাঙ্ক।

রাজ্য ভিত্তিক ব্যাঙ্ক বন্ধের দিন
মহারাষ্ট্র দিবস/মে দিবসের কারণে ১ মে ব্যাঙ্কগুলিতে ছুটি৷ এছাড়া বুদ্ধ পূর্ণিমা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সিকিমের প্রতিষ্ঠা দিবস এবং মহারানা প্রতাপ জয়ন্তীতে এবার ব্যাঙ্কে কোনও কাজ হবে না। তবে দেশের বিভিন্ন রাজ্য এবং শহর অনুসারে, ব্যাঙ্ক ছুটির দিনগুলি আলাদা। 

অনলাইন পরিষেবা অব্যাহত থাকবে
ছুটির দিনে ব্যাঙ্কিং কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হবে না। এই সময়ে, গ্রাহকেরা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। তবে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন থাকলে ছুটির আগে বা পরে যেতে পারেন। এছাড়া ঘরে বসেই অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করতে পারবেন। এই পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে।

রাজ্য এবং উৎসব অনুষ্ঠানের ভিত্তিতে আরবিআই দ্বারা ব্যাঙ্ক হলিডে তালিকা তৈরি করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনে আরবিআই-এর ওয়েবসাইটটিও দেখতে পারেন। 

২০২৩ সালের মে মাসে ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা
১ মে (সোমবার) - মহারাষ্ট্র দিবস / মে দিবস : কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, আসাম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, বাংলা, গোয়া এবং বিহারে ব্যাঙ্ক বন্ধ।
২ মে (মঙ্গলবার) - সিমলায় পুর নির্বাচন
৪ মে : উত্তরপ্রদেশের পুর নির্বাচনের প্রথম ধাপ।
৫ মে (শুক্রবার) - বুদ্ধ পূর্ণিমা : ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, জম্মু, উত্তর প্রদেশ, বাংলা, নয়া দিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
৭ মে  (রবিবার) - দেশ জুড়ে ব্যাঙ্ক ছুটি।
৯ মে (মঙ্গলবার) - রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বাংলায় ব্যাঙ্ক বন্ধ।
১১ মে - উত্তরপ্রদেশে পুর নির্বাচনের দ্বিতীয় ধাপ।
১৩ মে - মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সাপ্তাহিক ছুটি।
১৪ মে : রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি।
১৬ মে (মঙ্গলবার) - রাজ্য দিবসের কারণে সিকিমে ব্যাঙ্ক বন্ধ
২১ মে : রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি।
২২ মে (সোমবার) - মহারানা প্রতাপ জয়ন্তীতে হিমাচল প্রদেশ বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৭ মে : মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে সাপ্তাহিক ছুটি।
২৮ মে : রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি।

Advertisement

আরও পড়ুন - বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ বহাল, গ্রুপ D মামলার শুনানি পিছোল

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement