অগাস্ট মাস শেষ হতে চলেছে। দ্বিতীয়-চতুর্থ শনিবার এবং রবিবার ও অন্যান্য ছুটির দিন মিলিয়ে এই মাসে প্রায় অর্ধেকের বেশি দিন ব্যঙ্ক বন্ধ। প্রায় একইরকম লম্বা ছুটির তালিকা সেপ্টেম্বরেও। তাই আগামী মাসে ব্যাঙ্ক সংক্রান্ত কাজের জন্য বেরোনোর আগে ছুটির তালিকা অবশ্যই দেখে নিন।
সেপ্টেম্বরে ১৩ দিন ব্যঙ্ক বন্ধ
পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে সেপ্টেম্বরে ব্যাঙ্কে লম্বা ছুটি। অগাস্টে ব্যাঙ্ক ১৮ দিন বন্ধ, আর সেপ্টেম্বরে সেই সংখ্যাটা ১৩। সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থী ও নবরাত্রিও রয়েছে। যার জেরে বেশকয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর সঙ্গে ২টি শনিবার ও ৪টি রবিবার মিলিয়ে ছুটির সংখ্যা মোট ১৩। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে মিলিয়ে নিন ছুটির তালিকা।
একনজরে দেখে নিন তালিকা
১ সেপ্টেম্বর - গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন
৪ সেপ্টেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটির দিন)
৬ সেপ্টেম্বর - কর্মাপুজো (ঝাড়খন্ড)
৭-৮ সেপ্টেম্বর - ওনাম (তিরুবনন্তপুরম-কোচি)
৯ সেপ্টেম্বর - ইন্দ্রজাতা (গ্যাংটক)
১০ সেপ্টেম্বর - শ্রী নারভানে গুরু জয়ন্তী (তিরুবনন্তপুরম-কোচি)
১১ সেপ্টেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)
১৮ সেপ্টেম্বর - রবিবার ছুটির দিন
২১ সেপ্টেম্বর - শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস (তিরুবনন্তপুরম-কোচি)
২৪ সেপ্টেম্বর - চতুর্থ শনিবার
২৫ সেপ্টেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৬ সেপ্টেম্বর - নবরাত্রি প্রতিষ্ঠা (জয়পুর-ইম্ফল)
প্রসঙ্গত, বিভিন্ন শহর তথা রাজ্যে ছুটি আলাদা আলাদ হয়। আসল বিভিন্ন রাজ্যের উৎসব-অনুষ্ঠানের প্রেক্ষিতে ছুটি নির্ধারিত হয়। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা চালু থাকবে। অর্থাৎ Online Banking-এর সাহায্যে মিটিয়ে নেওয়া যেতে পারে ব্যাঙ্কের কাজ।
আরও পড়ুন - হাত-পা ঝিন ঝিন, অবশ হয়ে যাচ্ছে! হতে পারে মারাত্মক রোগের সংকেত