Advertisement

Fixed Deposit: এক বছরের FD-তে ৭.১০% পর্যন্ত রিটার্ন, সেরা সুদ এই ৭ ব্যাঙ্কে

Best Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট দেখে নেওয়াই ভাল। কারণ সামান্য .৫%-এর হেরফেরেই সুদের টাকার অঙ্ক অনেকটা বদলে যেতে পারে। ফলে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেখানেই যে বিনিয়োগ করতে হবে, এমন কোনও মানে নেই। 

Best FD rates 2024: এক বছরের ফিক্সড ডিপোজিটে এগুলিই সেরা।Best FD rates 2024: এক বছরের ফিক্সড ডিপোজিটে এগুলিই সেরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2024,
  • अपडेटेड 11:44 AM IST
  • ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট দেখে নিন।
  • সামান্য .৫%-এর হেরফেরেই সুদের টাকার অঙ্ক অনেকটা বদলে যেতে পারে।
  • প্রতিবেদনের শেষে সব ব্যাঙ্কের সুদের হার একটি টেবিল বানিয়ে দেওয়া হল।

Best Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট দেখে নেওয়াই ভাল। কারণ সামান্য .৫%-এর হেরফেরেই সুদের টাকার অঙ্ক অনেকটা বদলে যেতে পারে। ফলে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেখানেই যে বিনিয়োগ করতে হবে, এমন কোনও মানে নেই। 

প্রথমেই জেনে রাখুন, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়াদ বাড়লে FD-তে সুদের হারও বাড়ে। তবে নির্দিষ্ট কিছু মেয়াদের ক্ষেত্রে সুদের হার বেশিও থাকে। সেটা ব্যাঙ্কের উপর নির্ভর করছে। 

এই প্রতিবেদনে আপনাদের জন্য ৭টি ব্যাঙ্কের তালিকা করে দেওয়া হল। এই ব্যাঙ্কগুলিতে এক বছরের ফিক্সড ডিপোজিটে বেশ ভাল সুদের হার পাবেন। ফলে আপনি যদি শুধুমাত্র এক বছর, অর্থাৎ কম সময়ের জন্যই ফিক্সড ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে এগুলি একটি ভাল অপশন হতে পারে। 

বেশিরভাগ ব্যাঙ্কেই 6.60 থেকে 7.10 পার্সেন্টের মধ্য়ে সুদের হার ঘোরাফেরা করে। মনে রাখবেন, এটা কিন্তু এক বছরের কথা বলা হচ্ছে। এর পাশাপাশি, সিনিয়র সিটিজেনরা রীতিমাফিক কিছুটা বেশি পাবেন। ফলে সেই মতো আপনার বিনিয়োগ প্ল্যান করতে পারেন। তাছাড়া কর কাটার ব্যাপারও আছে। পুরোটাই মাথায় রাখতে হবে। 

আলোচনা অনেক হল। এবার আসুন, এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন ব্যাঙ্কে এক বছরের ফিক্সড ডিপোজিটে ভাল সুদের হার পাবেন। আপনাদের সুবিধার জন্য প্রতিবেদনের শেষে সব ব্যাঙ্কের সুদের হার একটি টেবিল বানিয়ে দেওয়া হল।

HDFC ব্যাঙ্ক

এক বছরের FD-তে 6.6 শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা 7.10 শতাংশ সুদ পাবেন। সুদের হার 24 জুলাই, 2024 থেকে প্রযোজ্য৷

ICICI ব্যাঙ্ক

এক বছরের আমানতে 6.7 শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা 7.2 শতাংশ সুদ পাবেন। 

Kotak Mahindra

সাধারণ বয়সীরা 7.1 শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা 7.6 শতাংশ সুদ পাবেন৷ এই সুদের হারগুলি 14 জুন, 2024 থেকে প্রযোজ্য৷

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) সাধারণ বয়সীরা 6.8 শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা 7.3 শতাংশ সুদ পাবেন৷ এই সুদের হার 15 জুন থেকে কার্যকর হয়েছে।

Advertisement

ব্যাঙ্ক অফ বরোদা 

সাধারণ বয়সীরা 6.85 শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা 7.35 শতাংশ সুদ পাবেন। 3 অক্টোবর, 2024 থেকে প্রযোজ্য৷ 

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

PNB চলতি মাসের প্রথম দিকে, 1 অক্টোবর থেকে তাদের সুদের হার পাল্টেছে৷ সাধারণ বয়সীরা 6.8 শতাংশ অফার এবং সিনিয়র সিটিজেনরা ৭.৩ শতাংশ সুদ পাবেন। 

ফেডারেল ব্যাঙ্ক

ফেডারেল ব্যাঙ্কেও এক বছরের আমানতে একই হারে সুদ পাবেন। এই রেট গত ১৬ সেপ্টেম্বর থেকে প্রযোজ্য হয়েছে।

ব্যাঙ্ক সাধারণ(%) সিনিয়র সিটিজেন (%)
HDFC ব্যাঙ্ক 6.60  7.10
ICICI ব্যাঙ্ক 6.7 7.2
কোটাক মাহিন্দ্রা 7.1  7.6
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6.8    7.3
ব্যাঙ্ক অফ বরোদা 6.85   7.35
পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক 6.8    7.3
ফেডেরাল ব্যাঙ্ক  6.8       7.3

(সূত্র: ব্যাঙ্কের ওয়েবসাইট)

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement