
কম সময়ে বাড়ি বসে আয় কে না করতে চান। এমন অনেকেই রয়েছেন যাঁরা চাকরি করতে চান না অথচ বাড়িতে বসেই অর্থ উপার্জন করার ইচ্ছে রয়েছে। সেরকমই কিছু বাড়ি বসে কাজের সন্ধান এখানে দেওয়া হল, যার জন্য কোনও ডিগ্রি বা বিশেষ দক্ষতার দরকার হবে না। শুধুমাত্র ল্যাপটপ বা স্মার্টফোন থাকলেই এই কাজগুলো আপনি শুরু করতে পারবেন। এই কাজ শুরুর জন্য কোনও খরচও হয় না। আসুন জেনে রাখুন সেই ৫ কাজ কোনগুলো।
অ্যামাজন বা ফ্লিপকার্টে রিসেলিং
আপনি কোনও জিনিস না কিনেও রিসেলিং-এর কাজ শুরু করতে পারেন। এর জন্য শুধু অ্যামাজন বা ফ্লিপকার্টে নিজের অ্যাকাউন্ট তৈরি করে জিনিসের তালিকা বানিয়ে রাখুন। যখনই আপনার সেই তালিকার কোনও জিনিস বিক্রি হয় তখন প্রত্যেক অর্ডারের ওপর কমিশন পাবেন আপনি। এতে না টাকা লাগে আর না কোথাও যাওয়ার দরকার পড়ে।
ডিজিটল ভিডিও ক্রিয়েটর
বর্তমানে ডিজিটাল কন্টেন্টে রিলস ও ইউটিউব ভিডিও থেকে টাকা উপার্জনের নতুন রাস্তা খুলে গিয়েছে। আপনি ৩০ সেকেন্ডের ছোট ছোট ভিডিও তৈরি করে YouTube Shorts-এ আপলোড করতে পারেন। ভিডিও তৈরির জন্য আপনি যে কোনও বিষয় বেছে নিতে পারেন। যেমন খবর, যে কোনও কিছুর তথ্য, পড়ুয়াদের জন্য সাধারণ জ্ঞান বা খাওয়া-দাওয়া কিংবা ট্যুর। যদি আপনার ভিডিওতে ভাল ভিউ আসে তাহলে আপনি ভাল অর্থ কামাতে পারবেন।
সার্ভে ও ক্যাপচা পূরণ করে
আপনি ছোট ছোট অনলাইন সার্ভের ফর্ম ফিল আপ করে অর্থ উপার্জন করতে পারেন। যেমন Google Opinion Rewards-এ সার্ভে কর ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই পদ্ধতি খুবই সহজ ও এটি আপনি আপনার সময় অনুযায়ী করতে পারেন।
অনলাইনে লেখালেখি
যদি আপনি লেখালিখি করতে ভালোবাসেন, তাহলে অর্থ উপার্জনের এটা ভাল মাধ্যম হতে পারে। আপনি ঘরে বসে ব্লগ বা কোনও ওয়েবসাইটের জন্য লেখা লিখতে পারেন। এর জন্য শুধুমাত্র ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশনের প্রয়োজন রয়েছে। আপনি প্রত্যেক আর্টিকল ও ব্লগের জন্য টাকা পাবেন।
হোয়াটসঅ্যাপে স্থানীয় ডেলিভারির অর্ডার
আপনি আপনার এলাকার স্থানীয় ডেলিভারি পরিষেবা, যেন দুধ, মুদিখানা বা খাবার ডেলিভারির সঙ্গে যুক্ত অর্ডার হোয়াটসঅ্যাপে নিতে পারেন। আপনি শুধু অর্ডার নোট করবেন আর কোম্পানিকে পাঠিয়ে দেবেন। প্রতিটি অর্ডারে আপনি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এর জন্য কোনও বিনিয়োগের দরকার পড়ে না।