Bajaj Pulsar discount: ভারতে দীপাবলির আগে বাইক এবং গাড়ির বিক্রি বাড়ে। আপনারও যদি কালীপুজোর আগে বাইক কেনার প্ল্যান থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। বাইক কেনার কথা ভাবলেই সবাই শোরুমে যাওয়ার কথা ভাবেন। কিন্তু আপনি কি জানেন, আজকাল অনেকে অনলাইনেই বাইক কিনছেন। শুনে অবাক লাগছে? এটা কিন্তু নতুন কিছু নয়। অনেকেই Flipkart এবং Amazon এর মতো সাইট থেকে অনলাইনে বাইক বা স্কুটার কেনেন। তবে হ্য়াঁ, সরাসরি ইকমার্স সাইটই আপনার বাইক ডেলিভারি করে না। আপনার ঠিকানার থেকে সবচেয়ে নিকটবর্তী বাইক শোরুম মারফতই এগুলি সেল হয়। নিশ্চয় ভাবছেন, 'তাহলে আর লাভ কী!' সেক্ষেত্রে জানিয়ে রাখি, অনলাইনে কিনলে কিছুটা হলেও ছাড় পাবেন। তাই সময় নষ্ট না করে আসুন, সেগুলির বিষয়ে জেনে নেওয়া যাক।
বাজাজ পালসারে বাম্পার ছাড়
অনলাইনে কেনার সবচেয়ে বড় সুবিধা হল, এখানে কোনও সেলস পার্সন নেই। আপনি নিজেই সমস্ত ফিচার্স, স্পেসিফিকেশন, দাম দেখে নিতে পারবেন। তাছাড়া একই প্ল্যাটফর্মে বিভিন্ন বাইকের স্পেকস তুলনা করে দেখার সুবিধাও রয়েছে। উদাহরণস্বরূপ, Bajaj Pulsar 125 এর দাম শুরু হচ্ছে ₹85,355 (এক্স-শোরুম) থেকে।
Bajaj Pulsar 125 Neon ডিস্ক ব্রেক মডেলের দাম Amazon এ ৭৭,২৯৬ টাকা। চাইলে এই মডেলে ব্যাঙ্কের অফারও পেয়ে যাবেন। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর সব কেটেছেঁটে এক্স শোরুম প্রাইস প্রায় ৭০,০০০ টাকায় চলে আসবে। চাইলে নো-কস্ট EMI-তেও কিনতে পারবেন। তবে মনে রাখবেন, এগুলি সবই কিন্তু এক্স-শোরুম প্রাইস লেখা হচ্ছে।
সস্তায় বাইক কেনার সুযোগ
ভবিষ্যত ইলেকট্রিকের। অনেকেই একথা বলতে শুরু করেছেন। অবশ্যত ভবিষ্যত বলাও ভুল। আজকাল কলকাতার রাস্তায় রাস্তায় অজস্র ইলেকট্রিক গাড়ি। মফস্বল গ্রামেও ক্রমেই ইলেকট্রকি গাড়ি, স্কুটার, বাইক চোখে পড়়ছে।
এই ব্যাটারিচালিত টু হুইলার কোম্পানিগুলিও অনলাইনে পেয়ে যাবেন। যেমন ধরুন, Flipkart এ Matter Aera 5000+ ইলেকট্রিক বাইক পাবেন। এর এক্স শোরুম প্রাইস ₹1,93,826। তবে, Flipkart-এ, এই বাইকটি কয়েক হাজার টাকার ছাড় পাবেন। ফ্লিপকার্টে এই বাইকের দাম রাখা হয়েছে ১,৭৮,৮২৬ টাকা। এছাড়াও, ১২,৫০০ টাকার ব্যাঙ্ক অফার রয়েছে।
উল্লেখ্য, এক্ষেত্রে মনে রাখবেন যে, এক্স-শোরুম প্রাইসের পাশাপাশি আপনাকে আরটিও এবং অন্যান্য চার্জও দিতে হবে। অনলাইন বা ক্যাশ পেমেন্ট করতে পারেন।