Advertisement

Bumper Return: ১ লক্ষ টাকা হয়েছে ২৭ কোটি! বাইকের মতোই দমদার রিটার্ন বুলেট কোম্পানির

দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই স্টক। বাইক কোম্পানির শেয়ার কিনে গত ১০ বছরেো মোটা লাভ করেছেন বিনিয়োগকারীরা।

আয়চার মোটরসের স্টকে মালামাল। আয়চার মোটরসের স্টকে মালামাল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jun 2022,
  • अपडेटेड 8:04 PM IST
  • দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা। এমন একটি সংস্থা বুলেট এবং রয়্যাল এনফিল্ড সংস্থার আয়চার মোটর।
  • কয়েক বছরে এই স্টক বিনিয়োগকারীদের ২,৫০,০০ শতাংশ রিটার্ন দিতে সক্ষম হয়েছে।

শেয়ার বাজারে দীর্ঘকালীন দৃষ্টিভঙ্গি নিয়ে চললেই লাভের সম্ভাবনা বাড়ে। বিশেষজ্ঞরাও তাই দীর্ঘ মেয়াদের বিনিয়োগের পরামর্শই দিয়ে থাকেন। অযথা চটকদারি বা সংস্থাকে নিয়ে হাওয়ায় নজর না দিয়ে তার আর্থিক স্থিতি দেখা উচিত। এমন অনেক সংস্থায় দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা। এমন একটি সংস্থা বুলেট এবং রয়্যাল এনফিল্ড সংস্থার আয়চার মোটর। কয়েক বছরে এই স্টক বিনিয়োগকারীদের ২,৫০,০০ শতাংশ রিটার্ন দিতে সক্ষম হয়েছে।

১৯৯৮ সালের ১৬ অক্টোবর বম্বে স্টক এক্সচেঞ্জে আয়চার মোটরসের স্টকের মূল্য ছিল মাত্র ১ টাকা। সেই স্টকের দাম ২,৭০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে ২,৭৩০ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে এই স্টক। অর্থাৎ ১৯৯৮ সাল থেকে এই শেয়ার প্রায় ২,৫০,০০ শতাংশ বেড়েছে। কোনও বিনিয়োগকারী যদি এই স্টকে ১ লক্ষ টকা বিনিয়োগ করতেন তার মূল্য এখন ২৭ কোটি টাকার বেশি হতো।

১০ বছর আগে বিনিয়োগ করেও মোটা লাভ পাচ্ছেন বিনিয়োগকারীরা। ২০১২ সালে ২২ জুন এই স্টক বম্বে স্টক এক্সচেঞ্জে বিকিয়েছে প্রায় ২০০ টাকায়। বর্তমান ২,৭৩০ টাকা দর হলে গত ১০ বছরে বেড়েছে ১,২৬৫ শতাংশ। যদি  কোনও বিনিয়োগকারী ১০ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তাঁর বিনিয়োগের মূল্য এখন ১৩.৬৫ লক্ষ টাকা হত। 

আরও পড়ুন

সাম্প্রতিক বছরগুলি এই স্টকের জন্য ভাল সময় ছিল না। ২০১৭ সালের সেপ্টেম্বরে আয়চার মোটরসের স্টক দুর্দান্ত পারফর্ম করেছে।। ৩,২৬০ টাকা অতিক্রম করে গিয়েছিল। গত ৫২ সপ্তাহে ২,৯৯৪ টাকায় সর্বোচ্চ দরে পৌঁছেছিল এই স্টক। গত পাঁচ বছরে শেয়ার দাম ৫ শতাংশের বেশি কমেছে। ফলে এখনও এই শেয়ারে বিনিয়োগের সুযোগ রয়েছে। 

সতর্কীকরণ- শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই লগ্নি করুন। 

 

Read more!
Advertisement
Advertisement