Advertisement

Bumper Return Stock: মাত্র দেড় মাসে টাকা ডবল আদানির এই শেয়ারে, সুযোগ ফস্কাবেন না

মাত্র দেড় মাসেই টাকা ডবল করল গৌতম আদানির এই শেয়ার। লগ্নি করে মালামাল বিনিয়োগকারীরা। এখনও রয়েছে লগ্নির সুযোগ।

আদানির শেয়ারে টাকা ডবল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2022,
  • अपडेटेड 10:27 PM IST
  • আইপিও খুলতে হতাশ করেছিল।
  • গড় দেড় মাসে ঊর্ধগতি আদানির স্টকে।
  • দেড় মাসে টাকা ডবল আদানি উইলমারের।

বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে আদানি উইলমার। আদানির এই কোম্পানির শেয়ার বাজারে এসেছিল ৮ ফেব্রুয়ারি। প্রায় দেড় মাসে আদানি উইলমারের শেয়ারের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে।

শেয়ার বাজারে পতন সত্ত্বেও আদানি গ্রুপের এই কোম্পানির শেয়ারের দাম ক্রমবর্ধমান। সোমবার ১০ শতাংশ বেড়েছে এই শেয়ার। বাজার খোলার সময় আদানি উইলমার স্টকের দাম ছিল ৪২৪.৯০ টাকা। ১০ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ৪৬১.১৫ টাকায়। 

এই শেয়ার গত এক মাসে ২০ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে নিফটি উঠেছে মাত্র প্রায় ৩.৭১ শতাংশ। আইপিও বাজারে আসার পর থেকে এখনও পর্যন্ত শেয়ারটির দাম দ্বিগুণ হয়েছে। এনএসইতে আদানি উইলমার ২২৭ টাকায় শুরু হয়েছিল। যা এখন দেড় মাসে ৪৬১ টাকা হয়েছে।

বলি রাখি, আদানি উইলমারের আবির্ভাব হতাশাজনক ছিল। কিন্তু তার পর থেকে আর পিছন ফিরে তাকায়নি। ৮ ফেব্রুয়ারি মাত্র ৪ শতাংশ বেড়ে নথিভুক্ত হয়েছিল আদানি উইলমার। এরপর প্রথম ৩ দিনেই ৬০ শতাংশের বেশি বেড়েছে এই স্টক। মাঝখানে সামান্য পড়েছিল। 

কোম্পানির ৫০% মালিকানা আদানির 

আদানি উইলমারে গৌতম আদানির আদানি গ্রুপের ৫০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। বাকি ৫০ শতাংশ শেয়ার সিঙ্গাপুরের উইলমার গ্রুপের কাছে। এটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আদানি গ্রুপের সপ্তম কোম্পানি। আদানি গ্রুপের আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্ট অ্যান্ড এসইজেড, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশন ইতিমধ্যেই স্টক মার্কেটে রয়েছে। 

আইপিও থেকে কামাই

আদানি উইলমার কোম্পানির আইপিওর জন্য ২১৮ থেকে ২৩০ টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছিল। কোম্পানি এই ইস্যু থেকে ৩৬০০ কোটি টাকা কামাতে সক্ষম হয়েছে। এই সংস্থা ফরচুন ব্র্যান্ড নামে ভোজ্য তেল বিক্রি করে। এ ছাড়া চাল, আটা, চিনির মতো খাদ্য সামগ্রীর ব্যবসাও করে। সংস্থার পণ্যসম্ভারে রয়েছে সাবান, হ্যান্ডওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজারও। এটি ভারতীয় বাজারের বৃহত্তম এফএমসিজি কোম্পানিগুলির মধ্যে এটি অন্যতম।

Advertisement

আরও পড়ুন- এভাবে বিনিয়োগ করলেই রোজ ৫০ টাকা জমিয়ে হবেন ১ কোটির মালিক!

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement