Advertisement

Sikkim Portal: এক পোর্টালেই বুকিং, হোমস্টে, গাড়ি; সিকিমে যাওয়া এখন আরও সোজা

Sikkim Portal: এই উদ্যোগের ফলে হোটেল, ট্র্যাভেল এজেন্সি ও হোমস্টে উদ্যোক্তাদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ দেখা গিয়েছে। পোর্টাল উদ্বোধনের দিনই হোটেল ও হোমস্টে মালিকরা ঘুরে বেড়ানোর ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা শুরু করেছেন, বিদেশি ও স্থানীয় ট্যুর অপারেটররাও অংশ নিয়েছেন।

এক পোর্টালেই বুকিং, হোমস্টে, গাড়ি; সিকিমে যাওয়া এখন আরও সোজাএক পোর্টালেই বুকিং, হোমস্টে, গাড়ি; সিকিমে যাওয়া এখন আরও সোজা
Aajtak Bangla
  • গ্যাংটক,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 12:42 AM IST

Sikkim Portal: সিকিম পর্যটনে একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে; এবার থেকে পর্যটকদের জন্য চালু হল অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, যা পুরো পর্যটন ব্যবস্থাকে করবে আরও দ্রুত ও স্বচ্ছ। বুকিং, হোটেল বা হোমস্টের রিজার্ভেশন, ট্র্যাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ, সব কিছু এখন ডিজিটালি করা যাবে। ঘুরতে যাওয়ার আগে পোর্টালে জমা দিতে হবে প্রয়োজনীয় তথ্য।

এই উদ্যোগের ফলে হোটেল, ট্র্যাভেল এজেন্সি ও হোমস্টে উদ্যোক্তাদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ দেখা গিয়েছে। পোর্টাল উদ্বোধনের দিনই হোটেল ও হোমস্টে মালিকরা ঘুরে বেড়ানোর ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা শুরু করেছেন, বিদেশি ও স্থানীয় ট্যুর অপারেটররাও অংশ নিয়েছেন।

নতুন পোর্টালের উদ্দেশ্য শুধু পর্যটকের সুবিধা বাড়ানো নয়, এটি হবে ভ্রমণ প্রক্রিয়ার “প্রবেশ‑পয়েন্ট” হিসেবে; প্রশাসনিক কাজ, চেক‑ইন‑চেক‑আউট, নিরাপত্তা ও তথ্য সংগ্রহও হবে সহজ। পর্যটকদের আগমনের সময়সূচি, যোগাযোগের তথ্য এবং থাকতে হোটেলের তথ্য আগে থেকেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে; পরে কোনো হঠাৎ পরিবর্তন হলে তাত্ক্ষণিক কিউআর‑কোড বা ডিজিটাল অনুমোদন দেখিয়ে কাজ হবে।

আরও পড়ুন

স্থানীয় পর্যটন দপ্তর বলছে, এই ব্যবস্থায় ভ্রমণরতদের সময় বাঁচবে, নিরাপত্তা বাড়বে এবং পরিসংখ্যানের ভিত্তিতে পর্যটন নীতি ও অবকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। হোটেল ও ট্র্যাভেল এজেন্সিগুলো আশা করছে এই পোর্টালের কারণে বিদেশি পর্যটক ও অভ্যন্তরীণ ট্র্যাভেল প্যাকেজের চাহিদাও বাড়বে।

তবে যাঁরা আগে‑থেকে অভ্যাস্ত ছিলেন অফলাইনে কাজ করতে, তাঁদের জন্য প্রথমদিকে কিছুটা অচেনা লাগতে পারে; নতুন নিয়ম এবং প্রক্রিয়াগুলি মেনে চলতে একটু সময় লাগতে পারে। প্রশাসন জানিয়েছেন, সহায়তা কেন্দ্র গড়া হবে এবং যেকোনো ধরণের প্রযুক্তিগত সমস্যায় দ্রুত সহায়তা দেওয়া হবে।

 

Read more!
Advertisement
Advertisement