Advertisement

Lakshmi Bhandar: চাকরি করা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন? জেনে নিন

Lakshmi Bhandar Status: গৃহবধূ-বিধবাদের পাশাপাশি যে সব মহিলা চাকরি করেন, তাঁরা কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন? সরকারি নিয়ম কী বলছে? জেনে নিন...

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ১ কোটি ৬৯ লক্ষের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2022,
  • अपडेटेड 11:26 AM IST
  • রাজ্যজুড়ে চলছে 'দুয়ারে সরকার' (Duare Sarkar) কর্মসূচি।
  • এই কর্মসূচি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
  • ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ১ কোটি ৬৯ লক্ষের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন।

Lakshmi Bhandar: রাজ্যজুড়ে চলছে 'দুয়ারে সরকার' (Duare Sarkar) কর্মসূচি। এই কর্মসূচি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই 'দুয়ারে সরকার' কর্মসূচির একটি অংশ হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmi Bhandar Scheme) প্রাপকের তালিকায় নাম তোলার আবেদন করার জন্য বা ইতিমধ্যেই যাঁরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের তথ্যের সংশোধন করার প্রক্রিয়া চলছে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকায় যাঁদের নাম এখনও ওঠেনি বা কোনও ত্রুটির কারণে যাঁরা টাকা পাচ্ছেন না, তাঁরা তালিকায় নাম তোলার বা তথ্যগত ত্রুটি সংশোধনের সুযোগ পাবেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmi Bhandar Scheme) মাধ্যমে এ বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। এই প্রকল্পে তফসিলি জাতি-উপজাতির ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা আর রাজ্যের অন্যান্য (জেনারেল) মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পান।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় নাম উঠেছে? ঘরে বসেই ৫ মিনিটে দেখে নিন

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ১ কোটি ৬৯ লক্ষের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmi Bhandar Scheme) টাকা পাচ্ছেন। তবে প্রশ্ন হল, গৃহবধূ-বিধবাদের পাশাপাশি যে সব মহিলা চাকরি করেন, তাঁরা কি এই সরকারি ভাতা পেতে পারেন? সরকারি নিয়ম কী বলছে জেনে নিন...

সরকারি নিয়ম অনুযায়ী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmi Bhandar Scheme) ক্ষেত্রে একজন ২৫ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলা যিনি এই রাজ্যের বাসিন্দা এবং সরকারি কর্মচারি নন, তিনি এই প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার জন্য যোগ্য। সুতরাং, বেসরকারি ক্ষেত্রে কর্মরত বা চুক্তিভিত্তিতে বিভিন্ন সংস্থায় চাকরি করা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেতে পারেন।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement