Advertisement

7th Pay Commission : জোড়া সুখবর? DA ছাড়া এভাবেও মাইনে বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের

ডিএ-র পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোরও দাবি করে আসছেন। বর্তমানে তা ২.৫৭ শতাংশ। তবে সেটি বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার চেষ্টা করা হচ্ছে। এর আগে একটি রিপোর্টে আশা করা হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কে একটি সিদ্ধান্ত নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে নেওয়া হতে পারে, কিন্তু তা হয়নি। তবে এবার ডিএ বৃদ্ধির জল্পনার মাঝে এই বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2022,
  • अपडेटेड 11:10 PM IST
  • ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে
  • বিবেচনা করছে কেন্দ্র
  • বাস্তবায়িত হলে জোড়া খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Govt Employee) শীঘ্রই দ্বিগুণ আনন্দ পেতে পারেন। একদিকে কর্মচারীদের ডিএ বাড়াতে (DA Hike) পারে সরকার, অন্যদিকে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির বিষয়েও একটি বড়সড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয়, তবে রাখি বন্ধন (Raksha Bandhan) উৎসবের মরশুমে দ্বিগুণ খুশিতে মতে উঠবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর
ডিএ-র পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোরও দাবি করে আসছেন। বর্তমানে তা ২.৫৭ শতাংশ। তবে সেটি বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার চেষ্টা করা হচ্ছে। এর আগে একটি রিপোর্টে আশা করা হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কে একটি সিদ্ধান্ত নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে নেওয়া হতে পারে, কিন্তু তা হয়নি। তবে এবার ডিএ বৃদ্ধির জল্পনার মাঝে এই বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করে। অর্থাৎ কর্মচারীদের প্রাপ্ত বেতনের ক্ষেত্রে এর বড় ভূমিকা রয়েছে। এই কারণে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন আড়াই গুণেরও বেশি বেড়ে যায়। ৭তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশ অনুসারে, কেন্দ্রীয় কর্মচারীদের বেতন তাঁদের মূল বেতন এবং ভাতা ছাড়াও ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতেও নির্ধারিত হয়। অর্থাৎ এতে বেতন বৃদ্ধি নিশ্চিত।

সর্বশেষ বৃদ্ধি হয়েছিল ২০১৬ সালে
শেষবার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়েছিল ২০১৬ সালে। এই বিষয়ে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরকার মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিতে ডিএ বৃদ্ধির পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এছাড়াও, সরকার কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে। 

আরও পড়ুনডায়েরি-সহ ৫ বাছা বাছা প্রশ্ন ED-র, কী জবাব দিলেন পার্থ?


 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement