Advertisement

Driving License Address Change: ঘরে বসেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা বদলান, কীভাবে?

অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। ধাপে ধাপে জেনে নিন কীভাবে ঠিকানা বদল করবেন। এজন্য কয়েকটি নথি দরকার।

ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা বদলের নিয়ম। ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা বদলের নিয়ম।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jul 2022,
  • अपडेटेड 7:30 PM IST
  • অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন।
  • এজন্য কয়েকটি নথি দরকার।

বাইক বা চার চাকা চালানোর জন্য  লাইসেন্স দরকার। নইলে জরিমানা দিতে হয়। লাইসেন্স শুধু রাস্তাঘাটে গাড়ি চালাতেই নয় ঠিকানার প্রমাণপত্র হিসেবেও কাজে লাগে। বহু মানুষ বিভিন্ন জায়গায় ব্যবহার করেন ড্রাইভিং লাইসেন্স। ঠিকানা বদলের পর ড্রাইভিং লাইসেন্সেও বদল করা তাই আবশ্যক। তবে অনেকেই ভেবে পান না কীভাবে ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা বদল করবেন- 

অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। ধাপে ধাপে জেনে নিন কীভাবে ঠিকানা বদল করবেন। এজন্য কয়েকটি নথি দরকার। লাগবে ফর্ম ৩৩ আবেদনপত্র, রেজিস্ট্রেশন শংসাপত্র, ঠিকানার প্রমাণপত্র, বিমার নথি। এছাড়া রাজ্য অনুযায়ী ইঞ্জিনের চ্যাসিস নম্বর, স্মার্ট কার্ডের ফি-র প্রমাণপত্র প্রয়োজন হতে পারে৷ কম্পিউটার বা মোবাইলে এই নথিগুলির সফট কপি রাখুন। এর পর আপনাকে যেতে হবে পরিবহণ ওয়েবসাইটে-  https://sarathi.parivahan.gov.in।

ওয়েবসাইটে ড্রপ ডাউন মেনু থেকে রাজ্য চয়ন করতে হবে। এরপর কন্টাক্ট লেস ড্রাইভিং লাইসেন্স সার্ভি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে 'Apply for Change of Address' অপশনটি নির্বাচন করতে হবে। এরপর রিডায়রেক্ট হয়ে যাবে  Instructions for Application Submission পেজে। এরপর Continue বটনে ক্লিক করুন। এখানে ড্রাইভিং লাইসেন্স নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড লিখতে হবে। তারপর Get DL Details-এ ক্লিক করুন। 

আরও পড়ুন

এতে দেওয়া বিকল্পগুলি থেকে Change Of Address অপশনে ক্লিক করুন। এরপর নতুন ঠিকানা ও ক্যাপচা কোড লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। যে পেজে আবেদন নম্বর দেখানো হচ্ছে তার একটি প্রিন্ট নিয়ে রাখুন। এর পরে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সেই সঙ্গে দিতে হবে ফি। টাকা মেটানোর পর Print Receipt অপশনে ক্লিক করুন। আরও একবার সমস্ত তথ্য যাচাই করে নিন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement