Advertisement

Bitcoin Crash: ২০২৬-এ Bitcoin-এর দাম পড়তে পারে ৯০ শতাংশ, কেন? জানালেন বিশেষজ্ঞ

২০২৫-এ ক্রিপ্টোকারেন্সির বাজার বিরাট চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। বিশেষত, পৃথিবীর সবথেকে পরিচিত এবং দামি ক্রিপ্টোকারেন্সি Bitcoin-এর দামে অস্থিরতা দেখা গিয়েছিল। Bitcoin-এর দাম গত এক বছরেই কমে গিয়েছে ৫ শতাংশ। আর এই দাম চলতি বছরে ৯০ শতাংশ পর্যন্ত পড়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ২০২৬ সালটা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের জন্য খুবই খারাপ সময় ডেকে আনতে পারে।

বিটকয়েনবিটকয়েন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 9:04 AM IST
  • ২০২৫-এ ক্রিপ্টোকারেন্সির বাজার বিরাট চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে

২০২৫-এ ক্রিপ্টোকারেন্সির বাজার বিরাট চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। বিশেষত, পৃথিবীর সবথেকে পরিচিত এবং দামি ক্রিপ্টোকারেন্সি Bitcoin-এর দামে অস্থিরতা দেখা গিয়েছিল। Bitcoin-এর দাম গত এক বছরেই কমে গিয়েছে ৫ শতাংশ। আর এই দাম চলতি বছরে ৯০ শতাংশ পর্যন্ত পড়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ২০২৬ সালটা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের জন্য খুবই খারাপ সময় ডেকে আনতে পারে।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজিল্ট মাইক ম্যাকগ্লোনই এই বিষয়ে সতর্ক করেছেন। তিনি মনে করছেন, বিটকয়েনের দাম পড়ে যেতে পারে ৯০ শতাংশ পর্যন্ত। ২০২৬ সালে এর দাম গিয়ে দাঁড়াতে পারে ১০০০০ ডলার।

কেন এমনটা হতে পারে?

তিনি জানিয়েছেন যে, আসলে ডিজিটাল অ্যাসেটের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বাজারে ভ্যালু কমে আসতে পারে Bitcoin-এর। সেই কারণেই দামে পতন হওয়ার রয়েছে আশঙ্কা।

নিজের লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করে তিনি জানান, বিটকয়েন হল প্রথম ক্রিপ্টোকারেন্সি যেটা ২০০৯ সালে বেরয়। তবে এখন এর অনেক প্রতিযোগিতা রয়েছে। তাঁর মতে, Bitcoin-এর প্রতিযোগিতা রয়েছে সোনা এবং রুপোর সঙ্গে। পাশাপাশি প্ল্যাটিনামের সঙ্গেও রয়েছে এর প্রতিযোগিতা। তাই এই বিশেষজ্ঞ মনে করছেন, ২০২৬ সালে ৫০০০ ডলার পার আউন্স পর্যন্ত বেড়ে যেতে পারে সোনার দাম। আর সেটাও বিটকয়েনের জন্য ভাল নয়।

ক্রিপ্টোকারেন্সির বর্তমান রেট কত?

Bitcoin-এর দাম অক্টোবরেই রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এর দাম হয়েছিল ১২৬০০০ ডলার। তারপরই এর দামে পতন দেখা যায়। রেকর্ড হাই থেকে প্রায় ৩০ শতাংশ দাম পড়ে যায়। এখন এর দাম ৮৭৪৯৬ ডলার। আর দামের এই নেমে আসাই বলে দেয় যে মার্কেটে আত্মবিশ্বাস কতটা কম রয়েছে।

কতটা পড়তে পারে Bitcoin?

ম্যাকগ্লোনের মতে, বিটকয়েনের দাম অনেকটাই পড়ে যেতে পারে। আর এমনটা হওয়ারই ছিল। যার ফলে ১০০০০ ডলারে নেমে যেতে পারে এই ক্রিপ্টোকারেন্সির দাম।

এখানেই থেমে না থেকে তিনি জানান, ২০২৬ সালটা সব ধরনের সম্পদের জন্যই কঠিন হতে পারে। সোনার দামের এই উত্থানও সেই দিকেই ইঙ্গিত করে। এতে বোঝা যায় যে আমেরিকার অর্থনীতিতে কোনও একটা সমস্যা হয়েছে। যার ফলে বিটকয়েনের দামও পড়ে যেতে পারে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement