Advertisement

FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল এই ব্যাঙ্ক, SBI-র চেয়ে কত বেশি?

স্থায়ী আমানতের উপর সুদ বাড়াল আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদের আমানতের উপরে বেড়েছে সুদ। দেখে নিন তালিকা।

FD-তে সুদের হার বাড়াল Canara Bank।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2022,
  • अपडेटेड 2:55 PM IST
  • FD-তে সুদের হার বাড়াল কানাড়া ব্যাঙ্ক।
  • কতটা বাড়ল সুদ?
  • এসবিআই-র সঙ্গে কতটা সামঞ্জস্য?

স্থায়ী আমানতের (Fixed Deposits Interest Rates) উপরে সুদের বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ভারতীয় ব্যাঙ্কগুলি। এই তালিকায় নতুন সংযোজনও আরও একটি ব্যাঙ্ক। এবার ফিক্সড ডিপোজিটের (FD) উপর ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ সুদ বাড়াল কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)। ১ মার্চ থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানানো হয়েছে ব্য়াঙ্কের ওয়েবসাইটে।  

কানাড়া ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের মধ্যে স্থায়ী আমানতের উপর সুদ মিলছে ২.৯০ শতাংশ। ৪৬ থেকে ৯০ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৩.৯০ শতাংশ। তার বেশি অর্থাৎ ৯১ থেকে ১৭৯ দিন পর্যন্ত ৩.৯৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ১৮০ দিনের মেয়াদ বা ১ বছরের কম মেয়াদে সুদ ৪.৪০ শতাংশ। 

এক বছরে আমানতেও সুদের হার পরিমার্জন করে করা হয়েছে। বার্ষিক মেয়াদে স্থায়ী আমানতে টাকা রাখলে গ্রাহকরা পাচ্ছেন ৫.১ শতাংশ। আর দু'বছরের আমানতে সুদ ৫.১৫ শতাংশ। ২ থেকে ৩ বছরের মেয়াদে মিলছে ৫.২০ শতাংশ সুদ। ৩ থেকে ৫ বছর রাখলে গ্রাহক পাচ্ছেন ৫.৪৫%। ৫ বছরের বেশি হলে সুদের হার আরও বেশি। ৫.৫০ শতাংশ সুদ পাবেন ৫ থেকে ১০ বছরের স্থায়ী আমানতে। 

প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার বেশি। সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ বাড়িয়েছে কানাড়া ব্য়াঙ্ক। রেকারিংয়ের ক্ষেত্রেও উপরোক্ত সুদের হার প্রযোজ্য। 

এছাড়া ব্যাঙ্কের '১১১১ ডেজ' রিটেল টার্ম ডিপোজিট স্কিমে অতিরিক্ত ০.১০ শতাংশ সুদ মিলছে। এই প্রকল্পে সুদের হার ৫.৫৫ শতাংশ। 

ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বারোদা, এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। 

এসবিআই সুদের হার (SBI FD Interest Rates)

Advertisement

এসবিআই ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর ২ থেকে ৩ বছরের জন্য সুদের হার ৫.২০ শতাংশ। ৩ থেকে ৫ বছরের জন্য ৫.৪৫ শতাংশ সুদ পাচ্ছেন গ্রাহকরা। ৫ থেকে ১০ বছরের আমানতে সুদ ৫.৫০ শতাংশ।  

আরও পড়ুন- LIC-র এই বাম্পার পলিসিতে ১৭২ টাকা দিলে মেয়াদ শেষে পাবেন ২৮.৫ লক্ষ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement