Advertisement

Fixed Deposit Interest Rates: কোন ব্যাঙ্কের FD-তে সুদের হার সবচেয়ে বেশি? রইল তালিকা

Fixed Deposit Interest Rates: কোন ব্যাঙ্কের সর্বোচ্চ সুদের হার কত, তা খুঁজে পেতে বেজায় নেট ঘাঁটাঘাঁটি করতে হয়। তবে চিন্তা নেই। আজতক বাংলার এই প্রতিবেদনে জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার জানতে পারবেন। 

Fixed Deposit Interest Rates
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2023,
  • अपडेटेड 5:54 PM IST
  • বিনিয়োগের আগে অবশ্যই ফিক্সড ডিপোজিটে সুদের হার জেনে নিন।
  • পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে সর্বোচ্চ 7.35% p.a এফডি রেট পাবেন।
  • Suryoday Small Finance Bank এক নম্বরে রয়েছে। সেখানে সর্বোচ্চ 9.10% p.a সুদের হার পাবেন।

Fixed Deposit Interest Rates: ফিক্সড ডিপোজিটই এখনও বেশিরভাগ মানুষের পছন্দের বিনিয়োগ মাধ্যম। বাজারে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটের মতো নানা অপশন রয়েছে। কিন্তু ফিক্সড ডিপোজিটের মতো নিশ্চিত রিটার্নের সুরক্ষা কোথাও নেই। ফলে নিশ্চিত রিটার্ন পেতে হলে সত্যিই FD-র জুরি মেলা ভার।

কিন্তু ফিক্সড ডিপোজিটের হার সময়ের সঙ্গে ওঠানামা করে। বেশ দীর্ঘমেয়াদী ব্যাপার। অনেকটা সঞ্চয় এখানে রাখবেন। তাই বিনিয়োগের আগে অবশ্যই ফিক্সড ডিপোজিটে সুদের হার জেনে নিন।

সেটিও একটি সমস্যা বটে। কোন ব্যাঙ্কের সর্বোচ্চ সুদের হার কত, তা খুঁজে পেতে বেজায় নেট ঘাঁটাঘাঁটি করতে হয়। তবে চিন্তা নেই। আজতক বাংলার এই প্রতিবেদনে জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার জানতে পারবেন। 

এক্ষেত্রে লক্ষ্যণীয়, বেশিরভাগ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেই তুলনামূলকভাবে FD-তে বেশি সুদ পাবেন। এই তালিকায় Suryoday Small Finance Bank এক নম্বরে রয়েছে। সেখানে সর্বোচ্চ 9.10% p.a সুদের হার পাবেন। এরপরেই আসে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। সেখানে 9.00% p.a FD রেট পাবেন। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে সর্বোচ্চ 7.35% p.a এফডি রেট পাবেন। এই ফিক্সড ডিপোজিটে আপনাকে ৫৫৫ দিনের জন্য টাকা জমা রাখতে হবে।

উল্লেখযোগ্য বিষয় হল, নিয়মমাফিক সিনিয়র সিটিজেনরা বেশি হারে সুদ পাবেন। সেই কারণে অনেকে নিজের সঞ্চয় দিয়ে বাড়ির বড়দের নামে ফিক্সড ডিপোজিট করেন। এতে আরও বেশি সুদ পেতে পারেন। 

বেসরকারি ব্যাঙ্কে FD সুদের হার(%):

অ্যাক্সিস ব্যাঙ্ক 
৫ বছর: 7.75
৩ বছর: 7.75
১ বছর: 7.50
সর্বোচ্চ: 7.85

বন্ধন ব্যাঙ্ক
৫ বছর: 6.60
৩ বছর: 7.75    
১ বছর: 7.75    
সর্বোচ্চ: 8.35    

HDFC ব্যাঙ্ক
৫ বছর: 7.50
৩ বছর: 7.50    
১ বছর: 7.10    
সর্বোচ্চ: 7.75

Advertisement

ICICI Bank
৫ বছর: 7.50
৩ বছর: 7.50    
১ বছর: 7.20    
সর্বোচ্চ: 7.60

IDBI ব্যাঙ্ক
৫ বছর: 7.00
৩ বছর: 7.00    
১ বছর: 7.30    
সর্বোচ্চ: 7.65

RBL ব্যাঙ্ক
৫ বছর: 7.60
৩ বছর: 7.60    
১ বছর: 7.50    
সর্বোচ্চ: 8.30

YES ব্যাঙ্ক
৫ বছর: 7.75
৩ বছর: 8.00    
১ বছর: 8.00        
সর্বোচ্চ: 8.25

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার

ব্যাঙ্ক অফ বরোদা
৫ বছর: 7.15
৩ বছর: 7.55    
১ বছর: 7.25        
সর্বোচ্চ: 7.75

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৫ বছর: 6.75
৩ বছর: 7.25    
১ বছর: 7.50        
সর্বোচ্চ: 7.50

কানারা ব্যাঙ্ক
৫ বছর: 7.00
৩ বছর: 7.00    
১ বছর: 7.25        
সর্বোচ্চ: 7.65

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৫ বছর: 6.75
৩ বছর: 6.75    
১ বছর: 7.25        
সর্বোচ্চ: 7.60

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
৫ বছর: 7.00
৩ বছর: 7.00    
১ বছর: 7.00        
সর্বোচ্চ: 7.75

পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক
৫ বছর: 7.00
৩ বছর: 7.50    
১ বছর: 7.25        
সর্বোচ্চ: 7.75

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৫ বছর: 7.50
৩ বছর: 7.00    
১ বছর: 7.30        
সর্বোচ্চ: 7.60

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৫ বছর: 7.20
৩ বছর: 7.00    
১ বছর: 6.80        
সর্বোচ্চ: 7.50

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement