Advertisement

Fixed Deposit Rates: ফিক্সড ডিপোজিটে ৮% সুদ, রইল ৪ ব্যাঙ্কের Latest FD Rates

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় একাধিক সরকারি ও বেসরকারি স্থায়ী আমানতের উপর বাড়িয়েছে সুদের হার। প্রবীণ নাগরিকদের জন্য বরাবরাই পছন্দের বিনিয়োগ স্থায়ী আমানত। বেশির ভাগ ব্যাঙ্কই সাধারণ গ্রাহকদের চেয়ে সিনিয়র সিটিজেনদের ৫০ বেসিস পয়েন্ট (bps) সুদ বেশি দেয়। মাঝে স্থায়ী আমানতের উপর সুদের হার একেবারে তলানিত ঠেকেছিল। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাগাতার চারবার রেপো রেট বৃদ্ধি করায় স্থায়ী আমানতের (এফডি) সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কগুলি। 

ফিক্সড ডিপোজিটে সুদের হার। ফিক্সড ডিপোজিটে সুদের হার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Nov 2022,
  • अपडेटेड 4:07 PM IST
  • রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় একাধিক সরকারি ও বেসরকারি স্থায়ী আমানতের উপর বাড়িয়েছে সুদের হার।
  • প্রবীণ নাগরিকদের জন্য বরাবরাই পছন্দের বিনিয়োগ স্থায়ী আমানত।

করোনাকালের পর শেয়ার বাজারে উত্থান-পতন লেগে রয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির বদলের প্রভাব পড়ছে এ দেশের অর্থনীতিতে। এমতাবস্থায় অনেকেই ফিক্সড ডিপোজিটের মতো ঝুঁকিহীন বিনিয়োগের পথ বেছে নিচ্ছেন। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় একাধিক সরকারি ও বেসরকারি স্থায়ী আমানতের উপর বাড়িয়েছে সুদের হার।        
 প্রবীণ নাগরিকদের জন্য বরাবরাই পছন্দের বিনিয়োগ স্থায়ী আমানত। বেশির ভাগ ব্যাঙ্কই সাধারণ গ্রাহকদের চেয়ে সিনিয়র সিটিজেনদের ৫০ বেসিস পয়েন্ট (bps) সুদ বেশি দেয়। মাঝে স্থায়ী আমানতের উপর সুদের হার একেবারে তলানিত ঠেকেছিল। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাগাতার চারবার রেপো রেট বৃদ্ধি করায় স্থায়ী আমানতের (এফডি) সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কগুলি। 

বন্ধন ব্যাঙ্ক- স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হারের একটি স্কিম সীমিত-সময়ের জন্য চালু করেছে বন্ধন ব্যাঙ্ক। ২ কোটি টাকা পর্যন্ত আমানতের উপর তা প্রযোজ্য। ৭ নভেম্বর থেকে সুদের হার কার্যকর হয়েছে৷ নতুন আমানতের পাশাপাশি পুরনো ডিপোজিট পুনর্নবীকরণের ক্ষেত্রে প্রযোজ্য নতুন সুদের হার৷  ৬০০ দিনের মেয়াদে আমানতের উপর ৭.৫% পর্যন্ত সুদের হার পাবেন গ্রাহকরা। প্রবীণ নাগরিকরা 0.50% বেশি সুবিধা পাবেন। ৬০০ দিনের মেয়াদের FD-এর জন্য তাঁরা ৮% পর্যন্ত  রিটার্ন পাবেন।

মেয়াদ ৬০০ দিন

আরও পড়ুন

সাধারণ সুদের হার ৭. ৫ শতাংশ
প্রবীণদের জন্য সুদের হার ৮ শতাংশ


সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক- Suryoday Small Finance Bank-এর FD সুদের হার ৮.০১ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা ৮.২৬%। মেয়াদ ৯৯৯ দিন। ২ নভেম্বর থেকে কার্যকর স্থায়ী আমানতের বর্ধিত সুদের হার।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক- Unity Small Finance Bank-এ টাকা রাখলে সিনিয়র সিটিজেনদের সুদ মিলছে ৮.৩ শতাংশ। মেয়াদ ১ বছর ১ দিন। ২ থেকে ৩ বছর, এমনকি ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদের FD-তে সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন ৮.১৫% সুদ। ১ নভেম্বর থেকে এই হার কার্যকর।

Advertisement

এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক- AU Small Finance Bank-এ প্রবীণ নাগরিকরা ২ বছর থেকে ৩ বছর এবং ৩ বছর থেকে ৪৫ মাসের মেয়াদী আমানতের উপর ৮% সুদ পাচ্ছেন। ১০ অক্টোবর থেকে তা শুরু হয়েছে।

Read more!
Advertisement
Advertisement