Advertisement

Flipkart Sale: অতি সস্তায় মোবাইল-TV-ফ্রিজ, Flipkart-এ বিশাল ডিসকাউন্ট, কত দিন চলবে?

দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। পুজো শুরু মানেই উৎসবের মরশুম। সামনে রয়েছে দীপাবলি। তার আগেই সেল শুরু হয়ে গেল ফ্লিপকার্টে। জনপ্রিয় ই-কমার্স সংস্থায় শুরু হয়েছে 'বিগ শপিং উৎসব সেল'। আইফোন ১৫ থেকে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনে থাকছে বিপুল ছাড়। একেবারে সস্তায় মিলবে নজরকাড়া জিনিস। 

Flipkart-এ বাম্পার সেল।Flipkart-এ বাম্পার সেল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2024,
  • अपडेटेड 5:43 PM IST
  • পুজো শুরু মানেই উৎসবের মরশুম।
  • সেল শুরু হয়ে গেল ফ্লিপকার্টে।
  • একেবারে সস্তায় মিলবে নজরকাড়া জিনিস। 

দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। পুজো শুরু মানেই উৎসবের মরশুম। সামনে রয়েছে দীপাবলি। তার আগেই সেল শুরু হয়ে গেল ফ্লিপকার্টে। জনপ্রিয় ই-কমার্স সংস্থায় শুরু হয়েছে 'বিগ শপিং উৎসব সেল'। আইফোন ১৫ থেকে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনে থাকছে বিপুল ছাড়। একেবারে সস্তায় মিলবে নজরকাড়া জিনিস। 

সস্তায় পাবেন iPhone 15

বাজারে এসেছে আইফোন ১৫। ফ্লিপকার্টে সেলে iPhone 15 কিনলে পাবেন আকর্ষণীয় ছাড়। মাত্র ৫২ হাজার টাকাতেই পাবেন এই ফোন। ৫৯ হাজার ৯৯৯ টাকায় পাবেন iPhone 15 Plus। 

5G ফোনেও ছাড় 

সেলে ১০ হাজারেও কম টাকায় পেয়ে যাবেন 5G ফোন। Google Pixel 8 ফোনেও থাকছে বিশেষ অফার। মাত্র ৩৬ হাজার টাকাতেই পাবেন এই ফোন। Samsung Galaxy S23, Galaxy S23 FE ফোনেও পাবেন ছাড়। 

একেবারে সস্তায় টিভি-ওয়াশিং মেশিন

সেলে টিভি কিনলে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। দাম শুরু হচ্ছে ৬ হাজার ৯৯৯ টাকা থেকে। আকর্ষণীয় ছাড় পাবেন ওয়াশিং মেশিন কিনলেও। মাত্র ৬ হাজার ২৯০ টাকাতেই কিনতে পারবেন ওয়াশিং মেশিন। 

ফ্রিজ কিনলেও টাকা বাঁচবে

মাত্র ৭ হাজার ৪৯০ টাকাতেই কিনতে পারবেন ফ্রিজ। কিচেন অ্যাপ্লায়েন্সেস পাবেন মাত্র ৪৯৯ টাকায়। সাউন্ড বার পাবেন মাত্র ৯৯৯ টাকায়। মাত্র ১৯৯ টাকায় পাবেন ফোনের কভারও। 

কতদিন চলবে সেল?

আজ থেকেই শুরু হয়েছে ফ্লিপকার্টে সেল। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে কেনাকাটা করলে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফারের মতো একাধিক সুবিধা মিলবে। এছাড়া থাকছে বিপুল ছাড়।   

Read more!
Advertisement
Advertisement