Advertisement

Full Train Booking Price : গোটা ট্রেন বুক করতে চান? জানুন খরচ ও নিয়ম

ট্রেন বুকিং করা জন্য প্রথমে নিকটিবর্তী স্টেশনে গিয়ে প্রাথমিকভাবে স্টেশন ম্যানেজারের কাছে ৫০ হাজার টাকা জমা করতে হয়। তবে একটা কথা মাথায় রাখা দরকার, স্পেশাল ট্রেন বুক করার জন্য কমপক্ষে ১৮টি কোচ বুক করা জরুরি। সেক্ষেত্রে একটি স্পেশাল ট্রেন বুক করার জন্য রেজিস্ট্রেশান এবং সিকিউরিটি চার্জসহ ৯ লক্ষ টাকা খরচ হয়। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Mar 2022,
  • अपडेटेड 3:41 PM IST
  • বুক করা যায় গোটা ট্রেন
  • প্রাথমিকভাবে জমা দিতে হয় ৫০ হাজার টাকা
  • ৭ দিনের বেশি হলে বাড়ে খরচ

ভারতীয় রেলে প্রতিদিনই বহু মানুষ সফর করেন। বছরের পর বছর ধরে মানুষকে পরিষেবা দিয়ে আসছে রেল। সাধারণত মানুষ ট্রেনে সফর করার জন্য কিছু সংখ্যক টিকিট বুকিং করান। কিন্তু আপনি জানেন কি, যে গোটা ট্রেনও বুকিং করা যায়। রেলওয়ে মানুষকে এই সুবিধাও প্রদান করে। 

ট্রেন বুকিং করা জন্য প্রথমে নিকটিবর্তী স্টেশনে গিয়ে প্রাথমিকভাবে স্টেশন ম্যানেজারের কাছে ৫০ হাজার টাকা জমা করতে হয়। তবে একটা কথা মাথায় রাখা দরকার, স্পেশাল ট্রেন বুক করার জন্য কমপক্ষে ১৮টি কোচ বুক করা জরুরি। সেক্ষেত্রে একটি স্পেশাল ট্রেন বুক করার জন্য রেজিস্ট্রেশান এবং সিকিউরিটি চার্জসহ ৯ লক্ষ টাকা খরচ হয়। 

যদি সফর ৭ দিনের বেশি হয়, তাহলে প্রতি কোচ হিসেবে ১০ হাজার টাকা করে চার্জ করা হয়। এছাড়া সার্ভিস চার্জ, সেফটি চার্জসহ অন্যান্য চার্জও সময় সময় পরিবর্তিত হয়। রেজিস্ট্রেশানের জন্য টাকা জমা দেওয়ার পর চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশান ম্যানেজারের (CPTM) কাছে আবেদন করতে হবে। আর সেটি করতে হয় ট্যুর শুরুর কমপক্ষে ৩০ দিন আগে। 

ফাইনাল প্রোগ্রাম কপি যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘন্টা আগে প্রধান যাত্রী পরিবহণ ব্যবস্থাপকের অফিস থেকে নিতে হবে। তারপরে, বুক করা ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক সমস্ত যাত্রীর বিবরণ সহ একটি সম্পূর্ণ তালিকা স্টেশন ম্যানেজারের কাছে জমা দিতে হবে। সেটি কমপক্ষে ৪৮ ঘন্টা আগে জমা দিতে হবে, যাতে টিকিট তৈরি করা যায়।

আরও পড়ুনভারতের কোন গ্রামে আজও সমস্ত কথোপকথন সংস্কৃততে হয়? জেনে নিন


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement