Advertisement

Gold Price Drops: সোনার দামে বিরাট পতন, কলকাতায় ১০ গ্রাম Gold একেবারে সস্তায়

সোনার দামে বিশাল পতন। বুধবারের পর বৃহস্পতিবার আরও কমে গেল সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম কমল ২ হাজার টাকারও বেশি। গত কয়েক দিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তারপর ওঠানামা করলেও সোনার দাম চড়াই ছিল। তবে বৃহস্পতিবার অবিশ্বাস্য ভাবে কমে গেল সোনার দাম। যার জেরে হাসি ফুটল ক্রেতাদের মুখে। স্বস্তিতে স্বর্ণ ব্যবসায়ীরাও। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কতটা সস্তা, জেনে নিন বিশদে... 

সোনার দাম কমল।সোনার দাম কমল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 May 2025,
  • अपडेटेड 10:30 AM IST
  • সোনার দামে বিশাল পতন।
  • বৃহস্পতিবার আরও কমে গেল সোনার দাম।
  • ১০ গ্রাম সোনার দাম কমল ২ হাজার টাকারও বেশি।

সোনার দামে বিশাল পতন। বুধবারের পর বৃহস্পতিবার আরও কমে গেল সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম কমল ২ হাজার টাকারও বেশি। গত কয়েক দিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তারপর ওঠানামা করলেও সোনার দাম চড়াই ছিল। তবে বৃহস্পতিবার অবিশ্বাস্য ভাবে কমে গেল সোনার দাম। যার জেরে হাসি ফুটল ক্রেতাদের মুখে। স্বস্তিতে স্বর্ণ ব্যবসায়ীরাও। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কতটা সস্তা, জেনে নিন বিশদে... 

কলকাতায় সোনার দাম কত? 

বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৬১০ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৮০৫ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৩৯৩ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৬০৬ টাকা। ফলে সোনার দাম কমল। 

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮৬ হাজার ১০০ টাকা। গতকাল ছিল ৮৮ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৩ হাজার ৯৩০ টাকা। গতকাল ছিল ৯৬ হাজার ৬০ টাকা। 


প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তারপরে কিছুটা কমেছিল দাম। গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।

Read more!
Advertisement
Advertisement