Advertisement

Gold Price in Kolkata: ১০ গ্রাম সোনার দামে ছ্যাঁকা লাগবে, কলকাতায় আজ কত Gold Rate?

সোনার দামের কোনও রদবদল হল না কলকাতায়। বুধবারের মতো বৃহস্পতিবারও কলকাতায় সোনার দাম একই।  গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। এখন বিয়ের মরশুম চলছে। আর বিয়ে মানে সোনা থাকবে না, তা আবার হয় নাকি! সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। সোনা এক অমূল্য সম্পদও বটে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

সোনার দামে বদল।সোনার দামে বদল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 2:10 PM IST
  • সোনার দামের কোনও রদবদল হল না কলকাতায়।
  • বুধবারের মতো বৃহস্পতিবারও কলকাতায় সোনার দাম একই।
  •  গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে।

সোনার দামের কোনও রদবদল হল না কলকাতায়। বুধবারের মতো বৃহস্পতিবারও কলকাতায় সোনার দাম একই।  গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। এখন বিয়ের মরশুম চলছে। আর বিয়ে মানে সোনা থাকবে না, তা আবার হয় নাকি! সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। সোনা এক অমূল্য সম্পদও বটে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম কত? 

বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ২৮৫ টাকা। গতকালও দাম ছিল ৭ হাজার ২৮৫ টাকা। অর্থাৎ, সোনার দাম অপরিবর্তিত রইল। 

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৯৪৭ টাকা। গতকালও দাম ছিল ৭ হাজার ৯৪৭ টাকা। ফলে সোনার দাম খানিকটা বাড়ল। 

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭২ হাজার ৮৫০ টাকা। গতকাল ছিল ৭২ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৯ হাজার ৪৭০ টাকা। গতকালও
ছিল  ৭৯ হাজার ৪৭০ টাকা।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্টোবর মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল।  গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement