Advertisement

Gold Price Dropped: কমল সোনার দাম, ধনতেরাস-দীপাবলি মিটতেই সস্তা; কলকাতায় রেট কত?

Gold Price Today: ধনতেরাস-দীপাবলির পরে কমল সোনার দাম। আজ, শনিবার গোবর্ধন পুজো। সারা দেশে গোবর্ধন পুজো পালিত হচ্ছে। সোনা ও রুপোর দাম  সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছিল। তবে উৎসবের মরসুম কাটতে খানিকটা কমেছে। দেশে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম ৫০০ টাকা কমেছে। তবে সব শহরে সোনার দাম আলাদা হয়। কলকাতায় কত দাম হল দেখে নিন।

আজকের সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2024,
  • अपडेटेड 11:54 AM IST

ধনতেরাস-দীপাবলির পরে কমল সোনার দাম। আজ, শনিবার গোবর্ধন পুজো। সারা দেশে গোবর্ধন পুজো পালিত হচ্ছে। সোনা ও রুপোর দাম  সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছিল। তবে উৎসবের মরসুম কাটতে খানিকটা কমেছে। দেশে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম ৫০০ টাকা কমেছে। তবে সব শহরে সোনার দাম আলাদা হয়। কলকাতায় কত দাম হল দেখে নিন।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম রেকর্ড ভাঙছে। দেশের প্রায় সব শহরেই ২৪ ক্যারেট সোনার দাম ৮০ হাজার টাকা ছাড়িয়েছে। গয়না সোনার ২২ ক্যারেট ৭৬ হাজার টাকার বেশি।

রুপো আজ সস্তা হয়েছে। রুপো প্রতি কেজি ৯৬ হাজার ৯০০ টাকা হয়েছে। রুপোর দামবৃদ্ধির প্রধান কারণ হল শিল্প চাহিদা বেড়ে যাওয়ায় গয়না ও রুপোর পাত্রের চাহিদাও বেড়েছে। জানুন কলকাতায় আজ ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দর কত?

কলকাতায় আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?
আজ, ২ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৬, ১৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার দাম ৮০, ১০০ টাকা। পাকা সোনার বাটের দাম ১০ গ্রাম ৭৯, ৭০০ টাকা। এর সঙ্গে জিএসটি যুক্ত হবে। দীপাবলির দিন সোনার দাম ছিল ৭৬,২৫০ টাকা। 

তবে সোনার দাম আরও বাড়বে। এবার হলমার্ক সোনা ৮০ হাজার টাকা ছোঁবে। আপাতত সোনার দাম কমবে না। সামনে বিয়ের মরশুমে সোনার দাম চড়াই থাকবে। এই সময়ে সোনা না কিনলে পরে আরও বেশি দামে কিনতে হবে, লাভ চাইলে এখনই কিনে রাখুন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement