Advertisement

Gold Price Today: আবার দাম বাড়ল সোনার, কবে কমতে পারে? রইল আজকের Gold Rate

বেশ কিছুদিন দাম কম থাকার পর ফের ঊর্ধ্বমুখী সোনা। গত এক সপ্তাহ ধরেই চড়ছে সোনার দাম। তারমধ্যে ছিল মকর সংক্রান্তি। উৎসবের মরশুম মানেই সোনার দাম বৃদ্ধি পেয়ে যায়। বৃহস্পতিবার দেশজুড়ে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮, ৪২৪ টাকা। যেখানে প্রতি কেজি রুপোর দাম উঠেছে ৮৯,৫৫০ টাকা। কলকাতায় আজ সোনার দাম কত জেনে নিন।

আজকের সোনার দামআজকের সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 10:20 AM IST

Gold Rate Today In Kolkata: বেশ কিছুদিন দাম কম থাকার পর ফের ঊর্ধ্বমুখী সোনা। গত এক সপ্তাহ ধরেই চড়ছে সোনার দাম। তারমধ্যে ছিল মকর সংক্রান্তি। উৎসবের মরশুম মানেই সোনার দাম বৃদ্ধি পেয়ে যায়। বৃহস্পতিবার দেশজুড়ে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮, ৪২৪ টাকা। যেখানে প্রতি কেজি রুপোর দাম উঠেছে ৮৯,৫৫০ টাকা। কলকাতায় আজ সোনার দাম কত জেনে নিন।

আজ কলকাতায় সোনার দাম কত?
আজ, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার পাইকারি রেট রয়েছে ৭৮, ৮৫০ টাকা। পাকা সোনার দাম রয়েছে ৭৮, ৪৫০ টাকা ও হলমার্ক গয়না সোনার দাম ৭৪, ৯৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। গতকাল, ১৫ জানুয়ারি বুধবার সোনার দাম ছিল ৭৪,৮০০ টাকা। সেই তুলনায় লক্ষ্মীবারে ১০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা বাড়ল। 

ফলে সোনায় বিনিয়োগকারীদের মাথায় হাত। গত ৯ জানুয়ারি থেকেই সোনার দাম বাড়ছে। এই সবে মকর সংক্রান্তি গেল, তার ওপর বিয়ের মরসুম আসছে। সোনার দাম এই সময়ে বেশিই থাকবে বলে মনে করা হচ্ছে। উৎসব ও বিয়ের মরসুম শেষ হলে ফের কমতে পারে সোনার দাম।

২২ এবং ২৪ ক্যারেটের মধ্যে পার্থক্য
১৪ ক্যারেট সোনা ৯৯.৯ % খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১% খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়। ২৪ ক্যারেট সোনা খাঁটি, কিন্তু তা থেকে গয়না তৈরি করা যায় না। তাই বেশিরভাগ দোকানদার ২২ ক্যারেটে সোনা বিক্রি করে।

সোনার বিশুদ্ধতা পরীক্ষা করুন
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ISO (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন) দ্বারা হল মার্ক দেওয়া হয়। ২৪ ক্যারেট সোনার গয়নার ওপর ৯৯৯, ২৩ ক্যারেটের উপর ৯৫৮, ২২ ক্যারেটের উপর ৯১৬, ২১ ক্যারেটের ওপর ৮৭৫ এবং ১৮ ক্যারেটের ওপর ৭৫০ লেখা রয়েছে। বেশিরভাগ সোনা ২২ ক্যারেটে বিক্রি হয়। কিছু মানুষ ১৮ ক্যারেটও ব্যবহার করে। ক্যারেট ২৪ এর বেশি হয় না এবং ক্যারেট যত বেশি হয়, সোনা তত বেশি খাঁটি হয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement