Advertisement

Gold Record High: সোনার দাম ১ লক্ষ টাকা, ভারতে এই প্রথম! আজ ১০ গ্রামের দাম কত?

এক মাসে সোনার দামে লাফিয়ে ৮,৪৫০ টাকার বৃদ্ধি! কলকাতার বাজারে সোমবার ২৪ ক্যারাট সোনার দাম কর-সহ ছাড়িয়ে গেল ১ লক্ষ টাকার গণ্ডি। ক্রেতা থেকে ব্যবসায়ী—সবার কপালে চিন্তার ভাঁজ। সাধারণ রোজগেরে মানুষ সোনার নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন। বিশেষজ্ঞরাও বলছেন, সোনার দামের কোথায় গিয়ে ঠেকবে, তা এখনই বলা সম্ভব নয়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 9:47 AM IST
  • এক মাসে সোনার দামে লাফিয়ে ৮,৪৫০ টাকার বৃদ্ধি!
  • কলকাতার বাজারে সোমবার ২৪ ক্যারাট সোনার দাম কর-সহ ছাড়িয়ে গেল ১ লক্ষ টাকার গণ্ডি।

এক মাসে সোনার দামে লাফিয়ে ৮,৪৫০ টাকার বৃদ্ধি! কলকাতার বাজারে সোমবার ২৪ ক্যারাট সোনার দাম কর-সহ ছাড়িয়ে গেল ১ লক্ষ টাকার গণ্ডি। ক্রেতা থেকে ব্যবসায়ী—সবার কপালে চিন্তার ভাঁজ। সাধারণ রোজগেরে মানুষ সোনার নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন। বিশেষজ্ঞরাও বলছেন, সোনার দামের কোথায় গিয়ে ঠেকবে, তা এখনই বলা সম্ভব নয়।

নজিরবিহীন দামবৃদ্ধি
সোমবার ৯৯.৯ শতাংশ খাঁটি সোনার দাম দাঁড়ায় প্রতি ১০ গ্রামে ৯৯,৮০০ টাকা। জিএসটি যোগ করে ১,০০,২১৯ টাকা। একদিনেই দাম বেড়েছে ১,০০০ টাকা। গত এক সপ্তাহে বৃদ্ধি ৩,০০০ টাকা। এক মাসে ৮,৪৫০ টাকা। আর এক বছরে সোনার দাম বেড়েছে ২৩,৪০০ টাকা।

সাধারণ মানুষের ক্ষোভ ও অসহায়তা
বেলঘরিয়ার বাসিন্দা সুনীল সরকারের মেয়ের বিয়ে এই বৈশাখেই। তাঁর আক্ষেপ, 'সোনা দিয়ে সাজানোর স্বপ্ন আর পূরণ হল না। যতটা না দিলে নয়, ততটাই কিনছি।’' সল্টলেকের তৃষা ঘোষের মেয়ের অন্নপ্রাশনের সোনাও কাটছাঁট করে শুধু আংটি করে দিয়েছেন। কারণ ৫ গ্রাম সোনার দামই এখন প্রায় ৬০,০০০ টাকা!

ব্যবসায়ীদের আশঙ্কা
গয়নার কারিগর অমল পাল জানাচ্ছেন, ‘'পয়লা বৈশাখের পর অক্ষয় তৃতীয়ায় গয়নার অর্ডার আসার কথা ছিল। এবার কিন্তু বাজারে সেই গতি নেই। দাম কম না হলে ব্যবসা ধাক্কা খাবে।'

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে সোনার দামে এই রেকর্ড বৃদ্ধি ঘটছে। আর সেই ধাক্কা সরাসরি এসে পড়ছে মধ্যবিত্তের স্বপ্ন ও বাজারের স্থিতিতে।
 

Read more!
Advertisement
Advertisement