Advertisement

Gold Silver Price: সোনা, রুপোর দাম আরও পড়ল, এরকম ট্রেন্ড এখন চলবে?

সামনেই বিয়ের মরসুম। আর তার ঠিক আগেই পড়ছে সোনা ও রুপোর দাম। এ দিন অনেকটাই নেমে যায় এই দুই ধাতুর দাম। বৃহস্পতিবার ৪টে ১৫ মিনিটে MCX GOLD ট্রেড করেছে ১২২,৬৭০ টাকায়। এটার ৩৮০ টাকা দাম কমেছে। ও দিকে ২৩০ টাকা কমেছে রুপোর দাম। এটি রয়েছে ১৫৪৮০০ টাকায়। আর সোনা এবং রুপোর এমন দাম কমার ফলেই চিন্তায় পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা।

সোনা-রুপোর দামসোনা-রুপোর দাম
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Nov 2025,
  • अपडेटेड 5:31 PM IST
  • সামনেই বিয়ের মরসুম, আর তার ঠিক আগেই পড়ছে সোনা ও রুপোর দাম
  • এ দিন অনেকটাই নেমে যায় এই দুই ধাতুর দাম
  • বৃহস্পতিবার ৪টে ১৫ মিনিটে MCX GOLD ট্রেড করেছে ১২২,৬৭০ টাকায়

সামনেই বিয়ের মরসুম। আর তার ঠিক আগেই পড়ছে সোনা ও রুপোর দাম। এ দিন অনেকটাই নেমে যায় এই দুই ধাতুর দাম। বৃহস্পতিবার ৪টে ১৫ মিনিটে MCX GOLD ট্রেড করেছে ১২২,৬৭০ টাকায়। এটার ৩৮০ টাকা দাম কমেছে। ও দিকে ২৩০ টাকা কমেছে রুপোর দাম। এটি রয়েছে ১৫৪৮০০ টাকায়। আর সোনা এবং রুপোর এমন দাম কমার ফলেই চিন্তায় পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা।

সিলভার পড়েছে ২৩০০ টাকা

IBJA ওয়েবসাইট জানাচ্ছে, গতকাল রুপোর দাম ছিল প্রতি কিলো ১৫৮১২০ টাকা। আর আজ সোনালি ধাতুর দাম ২২৮০ টাকা কমে গিয়েছে। এই ধাতুর দাম এখন ১৫৫৮৪০ টাকা।

ঠিক এভাবেই আজ কমেছে সোনার দামও। ২৪ ক্যারেট সোনার দাম আজ ১ হাজার টাকা কমেছে। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১২২৮৮১ টাকা।

ও দিকে ২৩ ক্যারাট গোল্ড রয়েছে ১২২৩৮৯ টাকায়। এটার দামও কমেছে ১ হাজার টাকা। শুধু তাই নয়, কমে গিয়েছে ২২ ক্যারাট সোনার দামও। এটির দাম ১ হাজার টাকা কমে ১১২৫৫৯ টাকায় নেমে গিয়েছে। এর পাশাপাশি ১৮ ক্যারেট সোনার দামও কমেছে ৯০০ টাকা। সেটার দাম রয়েছে ৯২,১৬১ টাকায়।

সোনার গয়না

রেকর্ড হাই থেকে দাম পড়েছে

রেকর্ড হাই থেকে পড়েছে MCX সোনার দাম। অক্টোবরে ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছিল ১.৩২ লক্ষ টাকায়। এটাই ছিল সর্বোচ্চ। তবে সেই জায়গায় আর পৌঁছয়নি সোনা। তারপর থেকে শুধু নামতেই থেকেছে।

রুপোও কমেছে

অক্টোবরে সোনার পাশাপাশি বেড়েছিল MCX রুপোও। সেটার দাম পৌঁছে গিয়েছিল ১.৭০ টাকায়। তবে আজ সেই দাম এসে ঠেকেছে ১৫৫২০০ টাকায়।

এই ট্রেন্ড কি চলবে? 

অনেকেই সোনা, রুপোর দাম কমা নিয়ে চিন্তায়। তারা ভয় পাচ্ছেন আরও কমে যাবে কি না সোনার দাম। যদিও এই বিষয়টা নিয়ে নিশ্চিত করে কিছুই জানাতে পারছেন না বিশেষজ্ঞরা। বরং তারা একটু নজর রাখতে বলছে বাজারের দিকে।

Advertisement

এখন সোনা-রুপো কিনবেন?

সামনেই বিয়ের মরসুম। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, এই সময় দাম কমার সুযোগটা কাজে লাগানো উচিত। তারপর আবার চাহিদা বেড়ে যেতে পারে। যার ফলে বৃদ্ধি পেতে পারে দাম। তবে আপনি যদি বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে GOLD-SILVER ETFs কিনতে পারেন। এগুলিতে বিনিয়োগ করলে দাম পড়লেও লস হওয়ার আশঙ্কা থাকবে কম। তাই এখানে ধীরে ধীরে ইনভেস্ট করতেই পারেন।

Read more!
Advertisement
Advertisement