Advertisement

Gold Silver Price: রেকর্ড উচ্চতায় সোনা-রুপো, আজ কলকাতায় কত রেট? জেনে নিন

হু হু করে বেড়েই চলেছে সোনা এবং রুপোর দাম। কয়েক দিন ধরেই আপ ট্রেন্ডে রয়েছে এই দুই ধাতুর রেট। যার ফলে একদম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে সোনা এবং রুপো।  

সোনা এবং রুপোর দামসোনা এবং রুপোর দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 12:09 PM IST
  • হু হু করে বেড়েই চলেছে সোনা এবং রুপোর দাম
  • কয়েক দিন ধরেই আপ ট্রেন্ডে রয়েছে এই দুই ধাতুর রেট
  • যার ফলে একদম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে সোনা এবং রুপো

হু হু করে বেড়েই চলেছে সোনা এবং রুপোর দাম। কয়েক দিন ধরেই আপ ট্রেন্ডে রয়েছে এই দুই ধাতুর রেট। যার ফলে একদম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে সোনা এবং রুপো।  

রেকর্ড করেছে দাম
ইন্ডিয়ান বুলিয়ান মার্কেট সোনা এবং রুপোর দামে চড়া বৃদ্ধি দেখতে পেয়েছে। গোল্ড ফিউচারের দাম বৃদ্ধি পেয়েছে ১.৭ শতাংশ। এটি পৌঁছে গিয়েছে ১৫৯,৮২০ প্রতি ১০ গ্রাম। তবে রুপোর দাম সোনার থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। এটি ৬ শতাংশ বেড়েছে। এটি প্রতি কেজিতে পৌঁছে গিয়েছে ৩৫৪,৭৮০ টাকায়। 

আবার সাম্প্রতিক বুলিয়ান রেট জানাচ্ছে, সোনা এখন রয়েছে ১৫৯০৭০ টাকা প্রতি ১০ গ্রাম। দাম বেড়েছে ২৩৩০ টাকা বা ১.৩৯ শতাংশ। ওদিকে আবার রুপোর দাম পৌঁছে গিয়েছে ৩৫৫৭৪০ প্রতি কেজি। দাম বেড়েছে ২০২৩০ টাকা। শতাংশের হিসেবে বৃদ্ধি পেয়েছে ৬.০৩।

মাথায় রাখতে হবে, চলতি বছরেই দ্রুত দাম বেড়েছে রুপোর। এমনকী সোনার থেকে রুপোর রেটও বৃদ্ধি পেয়েছে।

কোন শহরে কী দাম? 
সোনার দাম ভারতের বিভিন্ন রাজ্যে ট্যাক্স অনুযায়ী ভিন্ন হয়। এক্ষেত্রে ভারতের বিভিন্ন শহরের সোনা এবং রুপোর দাম জেনে নিন-

চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১৬৩৯২ টাকা প্রতি গ্রাম। আর ২২ ক্যারেট সোনার দাম ১৫০২৬ টাকা প্রতি গ্রাম। ওদিকে ১৮ ক্যারেটের দাম ১২৫০১ টাকা প্রতি গ্রাম।  

মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১৬১৯৬ টাকা প্রতি গ্রাম। ২২ ক্যারেট সোনার দাম ১৪৮৪৬ টাকা প্রতি গ্রাম। ওদিকে ১৮ ক্যারেটের দাম ১২১৪৭ টাকা প্রতি গ্রাম।

দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১৬২১১ টাকা প্রতি গ্রাম। আর ২২ ক্যারেট সোনার দাম ১৪৮৬১ টাকা প্রতি গ্রাম। ১৮ ক্যারেটের দাম ১২১৬২ টাকা প্রতি গ্রাম।

কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১৬১৯৬ টাকা প্রতি গ্রাম। আর ২২ ক্যারেট সোনার দাম ১৪৮৪৬ টাকা প্রতি গ্রাম। ওদিকে ১৮ ক্যারেটের দাম ১২১৪৭ টাকা প্রতি গ্রাম।

Advertisement

দামে কোন দিকে যেতে পারে? 
বিশেষজ্ঞদের মতে, সোনা এবং রুপোর দামে অস্থিরতা দেখা যাচ্ছে। তাই আগে থেকেই কিছু অনুমান করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দামের দিকে নজর রাখার পরামর্শই দিচ্ছেন তাঁরা। 

কেন দাম বাড়ছে? 
বিশেষজ্ঞরা এই বিষয়ে একাধিক কারণ জানিয়েছে। যেমন ধরুন-
১. সারা বিশ্বে চলছে যুদ্ধ অস্থিরতা
২. রুপোর চাহিদা বাড়ছে ইন্ড্রাস্ট্রিতে
৩. শেয়ারবাজারে নামছে ধস

আর এই সব কারণেই দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement