Advertisement

Gold Rate Huge Fall: শনিতে সস্তা হল সোনা, অনেকটা কমল দাম; রইল আজকের রেট

যে হারে বেড়েছিল, সেই হারেই নামছে সোনার দাম। ১ লাখের গণ্ডি ছুঁলেও, গত দু'সপ্তাহে হাজার দশেক টাকা কমেছে সোনার দাম। গতকাল সামান্য দামবৃদ্ধির পর আজ ফের সস্তা হল সোনা। মূল্যবান হলুদ ধাতুতে বিনিয়োগের এটাই সেরা সময়। এরপর ফের হু হু করে বাড়তে পারে সোনার দাম। এখন সোনায় বিনিয়োগ করলে ছ্যাঁকা লাগবে কম। জানুন আজকের সোনা ও রুপোর দাম কত? 

আজকের সোনার দামআজকের সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 10:19 AM IST

যে হারে বেড়েছিল, সেই হারেই নামছে সোনার দাম। ১ লাখের গণ্ডি ছুঁলেও, গত দু'সপ্তাহে হাজার দশেক টাকা কমেছে সোনার দাম। গতকাল সামান্য দামবৃদ্ধির পর আজ ফের সস্তা হল সোনা। মূল্যবান হলুদ ধাতুতে বিনিয়োগের এটাই সেরা সময়। এরপর ফের হু হু করে বাড়তে পারে সোনার দাম। এখন সোনায় বিনিয়োগ করলে ছ্যাঁকা লাগবে কম। জানুন আজকের সোনা ও রুপোর দাম কত? 

আজ কলকাতায় সোনার দাম কত?
আজ, কলকাতায় অর্থাৎ ১ নভেম্বর সোনার দাম অনেকটা কমল। বিয়ের মরশুম শুরুর আগে এখন সোনায় বিনিয়োগ করুন। আজও সোনা কিনতে পারেন। তার আগে দামটা জেনে নিন। আজ ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ১১,২৭৫ টাকা। ২৪ ক্যারেটের দাম রয়েছে ১২,৩০০ টাকা প্রতি গ্রাম। ১৮ ক্যারেটের দাম প্রতি গ্রাম ৯,২২৫ টাকা। এর সঙ্গে জিএসটি যোগ হবে।

কী কারণে কমল সোনার দাম?
ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর গতি কমিয়ে এবং মার্কিন-চfন বাণিজ্য উত্তেজনা কমার পর ডলারের শক্তিশালী। ফলে সোনার দাম কমেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক, ফেডারেল রিজার্ভ, তার মূল সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে। ট্রাম্প বলেন, দুই দেশ বাণিজ্য এবং বিরল মাটির উপাদান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তিতে পৌঁছেছে। ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ায় সাক্ষাত করেছেন।

আজ কলকাতায় রুপোর দাম রয়েছে ১,৫২,০০০ টাকা।

এছাড়াও, এখন সোনার চাহিদা অনেকটাই কম। যে কারণে সোনার দাম অনেকটাই কমেছে।

Read more!
Advertisement
Advertisement