Advertisement

ট্রেনের টিকিট ক্যানসেল করলেও এবার GST, কত টাকা কাটবে?

বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম শ্রেণির বা এসি কোচের টিকিট বাতিল করার জন্য দিতে হবে ৫ শতাংশ জিএসটি, যা ক্যানসেলেশান চার্জের ওপর নেওয়া হবে। একইভাবে বিমানের ভ্রমণ বা হোটেলের বুকিং বাতিলের ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য হবে। যে কোনও পরিস্থিতিতে টিকিট বাতিল করা হলে ক্যানসেলেশান চার্জের উপর ৫ শতাংশ GST দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "যখন যাত্রীর দ্বারা চুক্তি লঙ্ঘন করা হয়, তখন পরিষেবা প্রদানকারীকে একটি ছোট ক্ষতিপূরণ দেওয়া হয়। এটি ক্যানসেলেশান চার্জ হিসাবে সংগ্রহ করা হয়।"

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Aug 2022,
  • अपडेटेड 6:11 PM IST
  • টিকিট বাতিল করলেও দিতে হবে জিএসটি
  • বিমানের ক্ষেত্রেও একই নিয়ম
  • নিয়ম লাগু হোটেল বুকিং বাতিলেও

কনফার্ম ট্রেনের টিকিট বাতিল করা এখন আরও ব্য়য়বহুল হতে চলেছে। কারণ তাতে লাগু হতে চলেছে জিএসটি। গত ৩ অগাস্ট অর্থ মন্ত্রকের জারি করা এক সার্কুলার অনুসারে এমনটাই জানা যাচ্ছে। অর্থ মন্ত্রকের ট্যাক্স রিসার্চ ইউনিট দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, টিকিটের বুকিং হল একটি চুক্তি, যার অধীনে পরিষেবা প্রদানকারী সংস্থা (IRCTC/ভারতীয় রেলওয়ে) গ্রাহককে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম শ্রেণির বা এসি কোচের টিকিট বাতিল করার জন্য দিতে হবে ৫ শতাংশ জিএসটি, যা ক্যানসেলেশান চার্জের ওপর নেওয়া হবে। একইভাবে বিমানের ভ্রমণ বা হোটেলের বুকিং বাতিলের ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য হবে। যে কোনও পরিস্থিতিতে টিকিট বাতিল করা হলে ক্যানসেলেশান চার্জের উপর ৫ শতাংশ GST দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "যখন যাত্রীর দ্বারা চুক্তি লঙ্ঘন করা হয়, তখন পরিষেবা প্রদানকারীকে একটি ছোট ক্ষতিপূরণ দেওয়া হয়। এটি ক্যানসেলেশান চার্জ হিসাবে সংগ্রহ করা হয়।"

উদাহরণস্বরূপ, প্রথম শ্রেণির বা শীতাতপ নিয়ন্ত্রিত কোচের টিকিট বাতিলের উপর GST ৫%  এবং স্লিপার ক্লাস বা অন্যান্য ক্লাসে তা শূন্য। বিমানের ক্ষেত্রেও একই নিয়ম। ধরা যাক, কোনও ব্যক্তি প্রথম-শ্রেণ্ বা এসি কোচের টিকিট বাতিল করেছেন, তাহলে তাঁর ক্যানসেলেশান চার্জ ২৪০ টাকা। তার সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হয়ে সেটি দাঁড়াবে ২৫২ টাকায়। তবে স্লিপার ক্লাস বা অন্যান্য ক্লাসে কোনও জিএসটি প্রযোজ্য নয়।

এক্ষেত্রে বলে রাখা ভাল, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা বা তার আগে টিকিট বাতিল হলে ক্যানসেলেশান চার্জ ২৪০ টাকা। আর যদি ট্রেন ছাড়ার ১২ থেকে ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হয় তবে মোট দামের ২৫ শতাংশ ক্যানসেলেশান চার্জ হিসেবে নেওয়া হয়।

Advertisement

আরও পড়ুনভারতে প্রতিদিন সাড়ে ৪০০ সুইসাইড, চাঞ্চল্যকর রিপোর্ট NCRB-র

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement