Advertisement

Hazoor Multi Projects Share: ৫ বছরেই ১ লাখ টাকায় রিটার্ন ১৩ কোটি, নতুন বড় অর্ডারও পেয়েছে এই স্টক

শেয়ারবাজারে (Stock Market) মাল্টিব্যাগার স্টকের (Multibagger Stocks) সংখ্যা নেহাত কম নয়। এর মধ্যে কিছু কিছু স্টক তো দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিয়েছে। আর এমনই একটি স্মল ক্যাপ স্টকের কথা আজ বলব। এর নাম হল হাজুর মাল্টি প্রোজেক্ট (Hazoor Multi Projects Share)। এই শেয়ারে ৫ বছর আগে যারা ১ লাখ টাকা লাগিয়েছিলেন, তারাই আজ হয়ে গিয়েছেন কোটিপতি। আর আগামিদিনে এই স্টক আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথারিটি অব ইন্ডিয়ার থেকে একটা বড় অর্ডার পেয়েছে এই সংস্থা।

হাজুর মাল্টি প্রোজেক্ট স্টকহাজুর মাল্টি প্রোজেক্ট স্টক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2025,
  • अपडेटेड 8:49 AM IST
  • শেয়ারবাজারে (Stock Market) মাল্টিব্যাগার স্টকের (Multibagger Stocks) সংখ্যা নেহাত কম নয়
  • এর মধ্যে কিছু কিছু স্টক তো দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিয়েছে
  • এই শেয়ারে ৫ বছর আগে যারা ১ লাখ টাকা লাগিয়েছিলেন, তারাই আজ হয়ে গিয়েছেন কোটিপতি

শেয়ারবাজারে (Stock Market) মাল্টিব্যাগার স্টকের (Multibagger Stocks) সংখ্যা নেহাত কম নয়। এর মধ্যে কিছু কিছু স্টক তো দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিয়েছে। আর এমনই একটি স্মল ক্যাপ স্টকের কথা আজ বলব। এর নাম হল হাজুর মাল্টি প্রোজেক্ট (Hazoor Multi Projects Share)। এই শেয়ারে ৫ বছর আগে যারা ১ লাখ টাকা লাগিয়েছিলেন, তারাই আজ হয়ে গিয়েছেন কোটিপতি। আর আগামিদিনে এই স্টক আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথারিটি অব ইন্ডিয়ার থেকে একটা বড় অর্ডার পেয়েছে এই সংস্থা।

২২৭ কোটি টাকার অর্ডার মিলেছে

Hazoor Multi Projects Share সাধারণত ইনফ্রাস্ট্রাকটার থেকে শুরু করে এনার্জি সেক্টরে কাজ করে। আর সংস্থাটি বর্তমানে বিরাট বড় একটি ডিল পেয়েছে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে। আর এই চুক্তির মোট ভ্যালু হল ২৭৭ কোটি টাকা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ই-টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই এই অর্ডার পেয়েছে সংস্থাটি।

চোখ রাখুন

এই অর্ডার পাওয়ার পর থেকে বিশেষজ্ঞরা এই স্টকের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, ইতিমধ্যেই স্টকের দাম নতুন উচ্চতায় পৌঁছতে শুরু করে দিয়েছে। সোমবারই এই স্টকটির দাম ছিল ৩৮ টাকা। আর স্টকের দাম কয়েক দিন ধরেই অনেকটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে বেড়েছে এর মার্কেট ক্যাপ। এখন এই সংস্থার মার্কেট ক্যাপ গিয়ে পৌঁছেছে ৮৯৮.২২ কোটিতে।

যদিও এই স্টকের ৫২ সপ্তাহের হাই ছিল ৫৯.৫৯ টাকা। তার থেকে দাম অনেকটাই কম রয়েছে।

৫ বছরে কোটিপতি করেছে

হাজুর ইন্ডিয়া মাল্টি প্রোজেক্টের স্টক কোটিপতি করেছে বিনিয়োগকারীদের। ৫ বছরেই এই স্টক দ্রুত উপরের দিকে উঠেছে। এই সময়ের মধ্যে স্টকের দাম ২৮ পয়সা থেকে ৩৮ টাকায় পৌঁছে গিয়েছে।

ডিসেম্বর ১১, ২০২০-তে এর দাম ছিল ০.২৮ টাকা। সেখান থেকে এর দাম ১৩,৫৮৯.২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই কোনও বিনিয়োগকারী যদি সেই সময় ১ লাখ টাকার শেয়ার কিনতেন, তার দাম এখন পৌঁছে যেত ১৩,৬৮৯,০০০ টাকায়। তাই এখন থেকে এই শেয়ারের দিকে নজর রাখতেই পারেন। তাতেই খেলা ঘুরে যাবে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement