Advertisement

Highest Fixed Deposit Interest Rate: ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ এই ৫ ব্যাঙ্কে, রইল লিস্ট

Highest Fixed Deposit Rate India: ফিক্সড ডিপোজিট (FD) অ্যাকাউন্ট খোলার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করে নিন। এটা করলেই কোন ব্যাঙ্কে সবচেয়ে বেশি হারে সুদ পাবেন, সেটা বোঝা যাবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করেছে।

fixed deposit interest ratefixed deposit interest rate
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2024,
  • अपडेटेड 6:09 PM IST
  • ফিক্সড ডিপোজিট (FD)করার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করে নিন।
  • টা করলেই কোন ব্যাঙ্কে সবচেয়ে বেশি হারে সুদ পাবেন, সেটা বোঝা যাবে।
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করেছে।

Highest Fixed Deposit Rate India: ফিক্সড ডিপোজিট (FD)করার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করে নিন। এটা করলেই কোন ব্যাঙ্কে সবচেয়ে বেশি হারে সুদ পাবেন, সেটা বোঝা যাবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করেছে।

সাধারণত যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেখানেই ফিক্সড ডিপোডিট করেন আমানতকারীরা। তবে কিছু আমানতকারী এমনও আছেন, যাঁরা শুধুমাত্র বেশি হারে FD করার জন্যই নতুন কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন। ফলে সবার ক্ষেত্রেই আমাদের এই তালিকা কাজে লাগবে।

এই প্রতিবেদনে দেশের টপ কিছু ব্যাঙ্কের খবর পাবেন। এই ব্যাঙ্কগুলিতে স্থায়ী আমানতের (FDs) উপর সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক।

এই ব্যাঙ্কগুলিতে সর্বোচ্চ সুদের হার পাবেন (Best FD Interest)

HDFC ব্যাঙ্ক: বৃহত্তম  বেসরকারী ঋণদাতা HDFC। 2 বছর 11 মাসের মেয়াদের FD-তে 7.35 শতাংশ অফার করছে। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 50 বেসিস পয়েন্ট অর্থাৎ 7.85 শতাংশ পাবেন। ফলে বাড়ির সিনিয়রের নামেও টাকা এফডি করতে পারেন। 4 বছর এবং 7 মাসের মেয়াদে সর্বোচ্চ 7.40 শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা 7.90 শতাংশ পাবেন।

এই সুদের হার 24 জুলাই, 2024 থেকে কার্যকর হয়েছে৷

ICICI ব্যাঙ্ক : আরও একটি বেসরকারি ব্যাঙ্ক। এখানে 15 থেকে 18 মাসের মেয়াদের স্থায়ী আমানতে সর্বোচ্চ 7.25 শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা বার্ষিক 7.80 শতাংশ... অর্থাৎ অতিরিক্ত 55 বেসিস পয়েন্ট পাবেন।

এই সুদের হার 2 অগাস্ট, 2024 থেকে কার্যকর হয়েছে৷

ব্যাঙ্ক সাধারণ আমানতকারী সিনিয়র সিটিজেন মেয়াদ
HDFC ব্যাঙ্ক 7.40%                                     7.90% 55 মাস
ICICI ব্যাঙ্ক 7.25%                             7.80% 15-18 মাস
PNB 7.25%                                                                           7.75%  400 দিন
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 7.4%                                                             7.9%  390 দিন থেকে
ব্যাঙ্ক অফ বরোদা 7.25%                                                                               7.75% 399 দিন

(সূত্র: ব্যাঙ্কের ওয়েবসাইট)

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) : জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এখানে 400 দিনের স্থায়ী আমানতে সর্বোচ্চ 7.25 শতাংশ এবং বয়স্ক নাগরিকরা 7.75 শতাংশ সুদ পাবেন৷

এই সুদের হার 1 অগাস্ট, 2024 থেকে কার্যকর হয়েছে৷

Advertisement

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে 390 দিন থেকে 23 মাসের কম সময়ের স্থায়ী আমানতের উপর সর্বোচ্চ 7.4 শতাংশ সুদের হার পাবেন৷ প্রবীণ নাগরিকরা এই মেয়াদে বার্ষিক 7.9 শতাংশ হারে সুদ পাবেন।

ব্যাঙ্ক অফ বরোদা:  আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। BoB-তে 399 দিনের মেয়াদের স্থায়ী আমানতে সর্বোচ্চ 7.25 শতাংশ সুদের হার পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদে প্রতি বছর 7.75 শতাংশ (অর্থাৎ অতিরিক্ত 50 বেসিস পয়েন্ট) পাবেন। এই সুদের হার 15 জুলাই, 2024 থেকে কার্যকর হয়েছে৷

Read more!
Advertisement
Advertisement