Advertisement

Honda লঞ্চ করল নয়া বাইক, মাত্র ৭৫ হাজার টাকা দাম, মাইলেজ কত?

প্রতিনিয়ত তরুণদের চাহিদা মাথায় রেখে নতুন নতুন মডেল বাজারে আনছে। তাদের জনপ্রিয় কমিউটার বাইক Shine-এর আপডেটেড ভার্সন, Honda Shine 100 DX। দাম ১ লক্ষ টাকার মধ্যেই। ফলে বাইক কিনতে বেশি টাকা খরচ করতে হবে না।

হন্ডা শাইন ১০০ ডিএক্সহন্ডা শাইন ১০০ ডিএক্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 2:38 PM IST

হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে দেশীয় বাজারের জন্য তাদের নতুন কমিউটার বাইক লঞ্চ করল। এই নতুন বাইকটির সর্বনিম্ন দাম ৭৪,৯৫৯ টাকা (এক্স-শোরুম)। প্রতিনিয়ত তরুণদের চাহিদা মাথায় রেখে নতুন নতুন মডেল বাজারে আনছে। তাদের জনপ্রিয় কমিউটার বাইক Shine-এর আপডেটেড ভার্সন, Honda Shine 100 DX, আধুনিক ডিজাইন এবং উন্নত ফিচার নিয়ে বাজারে আসার ফলে তরুণ বাইকারদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।

কীভাবে কিনবেন এই বাইক?
এই বাইকটির অফিসিয়াল বুকিংও শুরু হয়েছে, যা কোম্পানির ওয়েবসাইট এবং ডিলারশিপ থেকে বুক করা যাবে। Shine 100 DX মূলত Shine 100 এর প্রিমিয়াম মডেল। কম দামে নজরকাড়া ডিজাইন, উন্নত ফিচার এবং দারুণ কালার অপশন। প্রিমিয়াম লুক ও ফিল এই বাইকটি আরও স্টাইলিশ করেছে।

কী কী রয়েছে এই বাইকে?
Shine 100 DX মডেলে রয়েছে বড় ফুয়েল ট্যাংক, নতুন আকর্ষণীয় গ্রাফিক্স এবং একটি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সামনে হেডলাইট কাওলে ক্রোম টাচ এবং এক্সহস্টে ক্রোম হিট শিল্ড বাইকটিকে অন্য মডেলগুলির থেকে আলাদা করেছে। বাইকটি পাওয়া যাবে চারটি আকর্ষণীয় রঙে। এগুলো হলো - পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটাল, জেনি গ্রে মেটালিক। এই বাইকে স্টিলের তৈরি ফ্রেম ব্যবহার করা হয়েছে। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে পাঁচ ধাপে অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার যোগ করা হয়েছে। পাশাপাশি ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের সঙ্গে রয়েছে টিউবলেস টায়ার।

Shine 100 DX-এ থাকছে ৯৮.৯৮ সিসির এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৭.২৮ বিএইচপি পাওয়ার এবং ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে আছে ৪-স্পিড গিয়ারবক্স। Honda Shine 100 DX নিঃসন্দেহে তাদের টার্গেট মার্কেট তরুণদের জন্য একটি দুর্দান্ত পছন্দ হতে যাচ্ছে। আকর্ষণীয় ডিজাইন, সাশ্রয়ী ইঞ্জিন এবং উন্নত ফিচার মিলিয়ে এটি হতে পারে একটি পারফেক্ট ডেইলি রাইড।

Read more!
Advertisement
Advertisement