Advertisement

Splendor-এর থেকে ঢের আকর্ষণীয়, দারুণ ফিচার্সের ইলেকট্রিক বাইক লঞ্চ; দাম মাত্র...

ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Hop Electric দেশে তাদের প্রথম বৈদ্যুতিক বাইক Hop Oxo লঞ্চ করেছে। বাইকটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা শো-রুম ও অনলাইনে এই বাইকটি কিনতে পারবেন।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Feb 2023,
  • अपडेटेड 5:25 PM IST
  • ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Hop Electric দেশে তাদের প্রথম বৈদ্যুতিক বাইক Hop Oxo লঞ্চ করেছে।
  • বাইকটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Hop Electric দেশে তাদের প্রথম বৈদ্যুতিক বাইক Hop Oxo লঞ্চ করেছে। বাইকটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা শো-রুম ও অনলাইনে এই বাইকটি কিনতে পারবেন।

Hop Oxo: অক্সোর বৈশিষ্ট্য
হপ এই বৈদ্যুতিক বাইকটিকে একটি ফ্রিল-ফ্রি সিটি কমিউটার মডেল হিসাবে ডিজাইন করেছে। এই বাইকটি ৭২V আর্কিটেকচারে তৈরি।  বাইকটিতে ৫-ইঞ্চি IP৬৭-রেটেড ডিজিটাল ডিসপ্লে, জিও-ফেন্সিং, ৪জি কানেক্টিভিটি, রিজেনারেটিভ ব্রেকিং, অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম, স্পিড কন্ট্রোল, এলইডি টার্ন ইন্ডিকেটর, রাইড স্ট্যাটিস্টিক্স, অক্সো মোবাইল অ্যাপের সংযোগের মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে। বাইকটির সর্বোচ্চ গতি ১৫০ কিমি। বাইকের দাম ১ লক্ষ ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ লক্ষ টাকা।

বাইকে একটি ৩.৭৫ kWh ব্যাটারি প্যাক রয়েছে যা একটি ৬,২০০ ওয়াটের বৈদ্যুতিক মোটরের সঙ্গে যুক্ত। এই বাইকটি মাত্র ৪ সেকেন্ডে ০-৪০ প্রতি কিলোমিটার গতি তুলতে পারে। টার্বো মোডে এই বাইক ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে চলতে পারে। সংস্থার দাবি, এই বাইক একবার চার্জে ১৫০ কিলোমিটার চলতে পারে।

আরও পড়ুন

দ্রুত চার্জিং 
বাইকটি ইকো, পাওয়ার ও স্পোর্টের মতো তিনটি মোডে চালানো যাবে। এর পোর্টেবল স্মার্ট চার্জারের সাহায্যে, এই বাইকটি সাধারণত বাড়িতে ব্যবহৃত ১৬ অ্যাম্পিয়ার সকেট থেকে চার্জ করা যেতে পারে। এই বাইকটি ০ থেকে ৮০% চার্জ হতে মাত্র ৪ ঘণ্টা সময় নেয়।

সংস্থাটি তার নতুন পণ্য, চার্জিংয়ের কাঠামো ও উৎপাদন বাড়াতে আগামী বছরের শেষ নাগাদ ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও কেতন মেহতা জানিয়েছেন, কোম্পানিটি সম্প্রতি ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে ও আগামী এক বছরে কোম্পানি আরও ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে৷ 

 

Read more!
Advertisement
Advertisement