Advertisement

Tips And Trick: রান্নাঘরের সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে? ফুরনোর আগেই জানুন এই সহজ উপায়ে

আমরা বেশিরভাগই রান্নার জন্য এলপিজি সিলিন্ডার (LPG Gas Cylinder) ব্যবহার করি। অনেক সময়ই হঠাৎ এলপিজি ফুরিয়ে যায়। রান্না করতে গিয়ে গ্যাস (Gas) ফুরিয়ে গেলে আমারা বিরক্ত হয়ে যায়।

রান্নাঘরের সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে? ফুরানোর আগেই জানুন এই সহজ উপায়েরান্নাঘরের সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে? ফুরানোর আগেই জানুন এই সহজ উপায়ে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 14 Jan 2023,
  • अपडेटेड 11:17 AM IST
  • ভেজা কাপড়ের সাহায্য়েই জানতে পারবেন
  • যে অংশটি খালি সেই অংশটাতে হাত দিলে গরম লাগবে

আমরা বেশিরভাগই রান্নার জন্য এলপিজি সিলিন্ডার (LPG Gas Cylinder) ব্যবহার করি। অনেক সময়ই হঠাৎ এলপিজি ফুরিয়ে যায়। রান্না করতে গিয়ে গ্যাস (Gas) ফুরিয়ে গেলে আমারা বিরক্ত হয়ে যায়। ফের নতুন সিলিন্ডারের জন্য় অপেক্ষা করতে হয়। আজ আমরা আপনাদের একটি বিশেষ পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি, যার সাহায্যে জানতে পারবেন আপনার এলপিজি সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে?

এমন পরিস্থিতিতে, আপনি এটির জন্য আগাম ব্যবস্থা নিতে পারবেন। আপনার এলপিজি সিলিন্ডারে কত গ্যাস অবশিষ্ট আছে তা আপনি একটি ভেজা কাপড়ের সাহায্য নিয়ে জানতে পারেন। আসুন সেই বিশেষ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক, যার সাহায্যে আপনি জানতে পারবেন আপনার এলপিজি সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে?

আরও পড়ুন

আপনার এলপিজি সিলিন্ডারে কত গ্যাস অবশিষ্ট আছে? এটি জানতে, আপনাকে একটি ভেজা কাপড় নিতে হবে এবং এটি দিয়ে সিলিন্ডারটি ঢেকে দিতে হবে। কয়েক মিনিট পর সিলিন্ডারের উপর থেকে ভেজা কাপড়টি সরিয়ে ফেলতে হবে। এই সময়ের মধ্যে সিলিন্ডারের একটি বড় অংশ ভেজা কাপড়ের বেশিরভাগ জল শুষে নেবে। কিছুক্ষণ পর সিলিন্ডারের অংশ খালি হয়ে যাবে। সেখানে জল শুকিয়ে যাবে। আর সিলিন্ডারের যতটা অংশে জল থাকবে সেই অংশে ভিজে ভাব দেখা যাবে। সিলিন্ডারের ওই অংশে গ্যাস থাকবে। ওই অংশে জল শুকাতে একটু বেশি সময় লাগে।

এ ছাড়া সিলিন্ডারের যে অংশটি খালি সেই অংশটাতে হাত দিলে গরম লাগবে। এ অবস্থায় সিলিন্ডারের ওই অংশের জল দ্রুত শুকিয়ে যাবে যে অংশে এলপিজি গ্যাস আছে তার বদলে। এই সহজ উপায়ে, আপনি আপনার এলপিজি সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে তা জানতে পারবেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement