Advertisement

WB Primary Teacher Recruitment: প্রাইমারি শিক্ষক নিয়োগে আবেদন কীভাবে? জানুন পুরো পদ্ধতি

অনেক দিন ধরেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি ছিল। আর সেই দাবি মেনেই সেপ্টেম্বর মাসে ১৩,৪২১ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তারপর শুরু হয়ে গিয়েছে আবেদনও। কোনও চাকরিপ্রার্থী আগামী ৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন বলেই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাইমারি শিক্ষক নিয়োগপ্রাইমারি শিক্ষক নিয়োগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 10:10 AM IST
  • অনেক দিন ধরেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি ছিল
  • সেপ্টেম্বর মাসে ১৩,৪২১ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল
  • চাকরিপ্রার্থী আগামী ৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন বলেই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

অনেক দিন ধরেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি ছিল। আর সেই দাবি মেনেই সেপ্টেম্বর মাসে ১৩,৪২১ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তারপর শুরু হয়ে গিয়েছে আবেদনও। কোনও চাকরিপ্রার্থী আগামী ৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন বলেই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এখন প্রশ্ন হল, আবেদন করার প্রসেসটা কী? কোন ওয়েবসাইটে যেতে হবে? কী কী নথির প্রয়োজন পড়বে? আর সেই উত্তরটাই রইল নিবন্ধটিতে। তাই দ্রুত প্রতিবেদনটি পড়ে নিন।

কোন ওয়েবসাইটে করা যাবে আবেদন?

আপনি যদি প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করতে চান, তাহলে যেতে হবে https://wbbpe.wb.gov.in এ। এরপর গোটা প্রক্রিয়াটা এখানেই সারতে হবে। 

পরবর্তী প্রসেস কী?

  • এই ওয়েবসাইটে প্রবেশ করার পর হোমপেজে 'Important Links'-এ ক্লিক করুন।
  • তারপর 'Important Links of West Bengal Board of Primary Education' অপশন দেখতে পাবেন। তার ঠিক নীচে পাবেন 'Application for Assistant Teachers in Primary Schools, 2025'। এই অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে 'PRIMARY TEACHER RECRUITMENT 2025' -এ ক্লিক করুন।
  • এরপর আবার একটি পেজ খুলবে। সেখানে আবার 'Application for PRIMARY TEACHER RECRUITMENT 2025' লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এ বার আরও একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল ও অন্যান্য তথ্য দিয়ে ভেরিফাই করুন।
  • আপনি যদি ফর্ম ফিলআপে কোনও ভুল করে ফেলেন, তাহলে 'Edit' অপশন পাবেন। সেটায় গিয়ে ক্লিক করুন।
  • এরপর 'Preview' বাটনে ক্লিক করুন। এই কাজটা করলেই মোবাইল এবং ইমেলে ওটিপি পাবেন। সেটা সাবমিট করুন।
  • এই কাজটা সেরে ফেলার পর আপনাকে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর টাকা জমা দেওয়ার পালা। পেমেন্ট গেটওয়েতে গিয়ে টাকা দিন।
  • তারপর ইমেল আইডি এবং ফোন নম্বরে পেয়ে যাবেন রেজিস্টেশন নম্বর। সেটা যত্ন করে রেখে দিন।
  • পাশাপাশি আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। সেটাও ডাউনলোড করে রেখে দিন।

কী কী নথি লাগবে?

  • টেট-এর বৈধ রোল নম্বর ও জন্ম শংসাপত্র
  • পার্সপোর্ট সাইজের রঙিন ছবি
  • স্বাক্ষরের স্ক্যান করা ছবি
  • আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন, তার প্রমাণপত্র
  • আধার কার্ডের কপি
  • মোবাইল নম্বর 

তাই এখন থেকেই এই নথিগুলি জোগার করে রেখে দিন।

Read more!
Advertisement
Advertisement