Advertisement

ChatGPT, Perplexity AI-এর প্রিমিয়াম ভার্সন Free, কীভাবে? রইল পদ্ধতি

এই সময়টা AI-এর। পড়াশোনা থেকে চাকরি, গবেষণা, সব জায়গায় বহুলভাবে ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই এখন এআই ব্যবহার করা হল সময়ের দাবি। এটা ব্যবহার করতে হবে। অন্যথায় পিছিয়ে পড়তে হবে। আর এই বিষয়টা অনেকেই বুঝে গিয়েছেন। তাই তাঁরা ব্যবহার শুরু করে দিয়েছেন ChatGPT থেকে Perplexity AI-এর ব্যবহার। কিন্তু মাথায় রাখতে হবে এই সব এআই-এর ফ্রি ভার্সন খুব একটা কাজের নয়। বরং এর প্রিমিয়াম মডেলগুলি ব্যবহার করলেই ঠিকঠাক কাজ করা যাবে।

ChatGPT, Perplexity AI-এর প্রিমিয়াম ভার্সনChatGPT, Perplexity AI-এর প্রিমিয়াম ভার্সন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2025,
  • अपडेटेड 5:36 PM IST
  • এই সময়টা AI-এর
  • তাই তাঁরা ব্যবহার শুরু করে দিয়েছেন ChatGPT থেকে Perplexity AI-এর ব্যবহার
  • কিন্তু মাথায় রাখতে হবে এই সব এআই-এর ফ্রি ভার্সন খুব একটা কাজের নয়

এই সময়টা AI-এর। পড়াশোনা থেকে চাকরি, গবেষণা, সব জায়গায় বহুলভাবে ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই এখন এআই ব্যবহার করা হল সময়ের দাবি। এটা ব্যবহার করতে হবে। অন্যথায় পিছিয়ে পড়তে হবে। আর এই বিষয়টা অনেকেই বুঝে গিয়েছেন। তাই তাঁরা ব্যবহার শুরু করে দিয়েছেন ChatGPT থেকে Perplexity AI-এর ব্যবহার। কিন্তু মাথায় রাখতে হবে এই সব এআই-এর ফ্রি ভার্সন খুব একটা কাজের নয়। বরং এর প্রিমিয়াম মডেলগুলি ব্যবহার করলেই ঠিকঠাক কাজ করা যাবে।

কিন্তু মুশকিল হল, এই দুই সংস্থার প্রিমিয়াম ভার্সনগুলির খরচ কিন্তু অনেক। যার ফলে এগুলি ব্যবহার করতে পারেন না অনেকে। যদিও এই দুই সংস্থাই ভারতের মার্কেট ধরতে বেশ কিছু অফার এনেছে। যার সুবিধা নিয়ে আপনি একবারে ফ্রি-তে ব্যবহার করতে পারবেন এই দুই এআই প্ল্যাটফর্ম।

ফ্রি-তে অ্যাকসেস পাবেন ChatGPT Go

আসলে ChatGPT Go হল একটি পেইড ভার্সন। এটিতে অনেক বেশি ফিচার রয়েছে। এক্ষেত্রে আপনি জিপিটি ৫-এর অ্যাকসেস পাবেন। শুধু তাই নয়, এর মাধ্যমে জেনারেট করতে পারেন ছবি। পাশাপাশি আরও নানা ধরনের ফিচার রয়েছে এটিতে।

আর এই প্রো ভার্সনই আপনি ফ্রি-তে ব্যবহার করে ফেলতে পারবেন। আসলে ওপেন এআই ভারতীয় সংস্থার জন্য ChatGPT Go একদম বিনামূল্যে দিচ্ছে। ৪ নভেম্বর থেকে মিলবে এই সুবিধা। এই সার্ভিস এক বছরের জন্য ফ্রি হয়ে যাবে।

আসলে এই সার্ভিসের মাসিক খরচ হল ৩৯৯ টাকা। যার অর্থ হল ১২ মাস ফ্রি-তে ব্যবহার করলে আপনি ৪৮০০ টাকা বাঁচাতে পারবেন।

Perplexity Pro AI ব্যবহার করুন

ভারতীয় Perplexity AI নিয়ে চর্চা রয়েছে তুঙ্গে। আর এই এআই এর প্রো ভার্সনের রয়েছে দারুণ ফিচার্স। এর মাধ্যমে নানা কাজে এগিয়ে থাকবেন। তবে আপনার কাছে যদি এয়ারটেলের কানেকশন থাকে, তাহলে একবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন  Perplexity Pro AI। যার ফলে আপনার ১৭ হাজার টাকা বেঁচে যাবে।

Advertisement

অর্থাৎ ChatGPT থেকে Perplexity AI-মিলিয়ে আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন প্রায় ২২ হাজার টাকা। এটা কিন্তু অনেকটা অর্থ। আর এই পরিমাণ অর্থ বাঁচিয়ে আপনি কর্মক্ষেত্র বা পড়াশোনায় অনেকটাই এগিয়ে যাবেন। তাই আর অপেক্ষা নয়। এখন থেকেই শুরু করে দিন এই সব এআই-এর ব্যবহার।

 

Read more!
Advertisement
Advertisement