Advertisement

Howrah-NJP Vande Bharat New Stoppage: হাওড়া-NJP বন্দেভারতে বাড়তি স্টপেজ চলতি মাসেই, জরুরি তথ্য রইল

Howrah-NJP Vande Bharat New Stoppage: এতে বাংলার একটা বড় অংশের সুবিধা হবে। কারণ উত্তর দিনাজপুরের ইসলামপুর শহর থেকে সবচেয়ে কাছের বড় জংশন স্টেশন এটাই। উত্তর দিনাজপুরের সদর রায়গঞ্জ থেকে ইসলামপুরবাসীর কাছে এই স্টেশনে পৌঁছনোই সুবিধার। তাই তাঁদেরও ব্যাপক ফায়দা হবে এই স্টেশনে।

হাওড়া-NJP বন্দেভারতে বাড়তি স্টপেজ চলতি মাসেই, জরুরি তথ্য রইলহাওড়া-NJP বন্দেভারতে বাড়তি স্টপেজ চলতি মাসেই, জরুরি তথ্য রইল
Aajtak Bangla
  • হাওড়া,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 5:50 PM IST

Howrah-NJP Vande Bharat New Stoppage: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ বাড়ছে। চলতি সেপ্টেম্বরেই স্টপেজ বাড়ছে। এতদিন ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসই জংশনে থামত। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বিহারের কিশনগঞ্জ।

রেল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন কিশনগঞ্জের বাসিন্দারা। সেই দাবিতেই সিলমোহর দিল রেল। যদিও রুটে কোনও বদল হচ্ছে না বলে জানিয়েছে এনএফ রেলওয়ে। এটাই অবশ্য শেষ নয়।

ভোটের আগে আরও এক বড় ঘোষণা রেলের। এবার বিহার থেকেই ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসেই চালু হতে চলেছে এই পরিষেবা। প্রথম ট্রেনটি চলবে দিল্লি থেকে পটনা পর্যন্ত। তবে ভবিষ্যতে রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ট্রেনটি দ্বারভাঙ্গা বা সীতামারহি পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই রেলের বুকিং পোর্টালে স্টপেজ হিসেবে নাম উঠে গিয়েছে কিশনগঞ্জের।

বন্দে ভারত স্লিপার ট্রেনের মাধ্যমে রাতের সফর আরও আরামদায়ক করতে চাইছে রেল। পুজোর আগেই নতুন এই ট্রেন পরিষেবা চালু হলে যাত্রীদের উপকার তো হবেই, রাজনৈতিক বার্তাও স্পষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ভোটের মুখে বিহারের এই স্টেশনকে বন্দেভারতের স্টপেজে যুক্ত করার পিছনে যে কারণই থাকুক, এতে বাংলার একটা বড় অংশের সুবিধা হবেষ কারণ উত্তর দিনাজপুরের ইসলামপুর শহর থেকে সবচেয়ে কাছের বড় জংশন স্টেশন এটাই। উত্তর দিনাজপুরের সদর রায়গঞ্জ থেকে ইসলামপুরবাসীর কাছে এই স্টেশনে পৌঁছনোই সুবিধার। তাই তাঁদেরও ব্যাপক ফায়দা হবে এই স্টেশনে।

 

Read more!
Advertisement
Advertisement