Advertisement

Income Tax Filing : এই কাজ না করে থাকলে IT ফাইলে হবে ব্যাপক সমস্যা, জেনে নিন

আসলে আয়কর ফাইল করতে প্যান কার্ডের প্রয়োজন হয়। প্যান কার্ড আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত হয় এবং প্রত্যেক ব্যক্তি একবারই তৈরি করতে পারবেন। এই প্যান কার্ড এবং আধার কার্ডের মধ্যে লিঙ্ক (PAN And Aadhaar Link) করাও বাধ্যতামূলক। প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করার জন্য সরকার বেশ কয়েকবার রিমাইন্ডারও দিয়েছে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Mar 2023,
  • अपडेटेड 5:22 PM IST
  • ৩১ তারিখের মধ্যে করুন প্যান ও আধার লিঙ্ক
  • নয়তো আয়কর দাখিলে হতে পারে সমস্যা
  • বিস্তারিত জেনে নিন গোটা বিষয়টি

আগামী পয়লা এপ্রিল থেকে ২০২২-২৩ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স দাখিল (Income Tax Filing) করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। যাঁদের আয় করযোগ্য তাঁদের আয়কর দাখিল করতে হবে। তবে, এবার আয়কর দাখিলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন কিছু মানুষ। চলুন জেনে নেওয়া যাক এমনটা ঘটার কারণ কী।

প্যান কার্ড
আসলে আয়কর ফাইল করতে প্যান কার্ডের প্রয়োজন হয়। প্যান কার্ড আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত হয় এবং প্রত্যেক ব্যক্তি একবারই তৈরি করতে পারবেন। এই প্যান কার্ড এবং আধার কার্ডের মধ্যে লিঙ্ক (PAN And Aadhaar Link) করাও বাধ্যতামূলক। প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করার জন্য সরকার বেশ কয়েকবার রিমাইন্ডারও দিয়েছে।

আয়কর
এই পরিস্থিতিতে, যদি কোনও ব্যক্তির প্যান কার্ডটি ৩১ মার্চ ২০২৩ সালের মধ্যে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত না হয়ে থাকে তবে সেই ব্যক্তির প্যান কার্ডটি ডিফিউজ করা হবে। যার কারণে সেই প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি আয়কর ফাইল করা-সহ বেশকিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। অর্থাৎ আপনি যদি আপনার আধার এবং প্যানটি লিঙ্ক না করেন তবে প্যান সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন

যে সমস্যাগুলি তৈরি হবে
প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেলে, কোথাও প্যান কার্ডটি দেওয়া বা নম্বরটি ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি, আয়কর দায়েরের সময় সর্বোচ্চ করের হার কার্যকর করা হবে। এছাড়া অতিরিক্তি টিডিএসও চার্জ করা হবে।

সুদ এবং জরিমানা
যদি আয়কর ফাইল করতে অক্ষম হন তবে সুদ এবং জরিমানায় আরও বেশি অর্থ প্রদান করতে হতে পারে। এছাড়াও আর্থিক লেনদেনের সময় প্যানের উল্লেখ না করলে জরিমানাও করা হতে পারে। 

২৩৪ এইচ ধারা অনুযায়ী জরিমানা
যদি কোনও ব্যক্তি নির্ধারিত তারিখের মধ্যে আধারকে প্যানের সাথে সংযুক্ত না করান, তাহলে আধারের সঙ্গে সংযুক্ত করার জন্য আবেদনের সময় ১০০০ টাকা ফি দিতে হবে। আয়কর রিটার্ন পূরণ না করার জন্য 10,000 টাকার জরিমানাও প্রযোজ্য হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement