Advertisement

Indian Railways: ৭টি জ্যোতির্লিঙ্গ দর্শন, IRCTC-এর ট্যুর প্যাকেজ, EMI-এর সুযোগ

ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য এক বিশেষ ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে। এই প্যাকেজের আওতায় ট্রেনের মাধ্যমে ৭টি জ্যোতির্লিঙ্গ দর্শন করানো হবে। ভ্রমণকারীদের সুবিধার্থে EMI-তে পেমেন্টের ব্যবস্থাও থাকছে, যার ফলে নিম্ন আয়ের মানুষরাও সহজে এই সুযোগ নিতে পারবেন।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 23 Mar 2025,
  • अपडेटेड 7:08 PM IST
  • ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য এক বিশেষ ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে।
  • এই প্যাকেজের আওতায় ট্রেনের মাধ্যমে ৭টি জ্যোতির্লিঙ্গ দর্শন করানো হবে।

ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য এক বিশেষ ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে। এই প্যাকেজের আওতায় ট্রেনের মাধ্যমে ৭টি জ্যোতির্লিঙ্গ দর্শন করানো হবে। ভ্রমণকারীদের সুবিধার্থে EMI-তে পেমেন্টের ব্যবস্থাও থাকছে, যার ফলে নিম্ন আয়ের মানুষরাও সহজে এই সুযোগ নিতে পারবেন।

ট্যুরের সময়কাল ও সূচি
এই বিশেষ ট্যুরটি ১১ এপ্রিল, ২০২৫ থেকে শুরু হয়ে ২২ এপ্রিল, ২০২৫ পর্যন্ত চলবে। মোট ১১ রাত ও ১২ দিনের এই যাত্রায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান পরিদর্শন করা যাবে।

দর্শন করা যাবে যে জ্যোতির্লিঙ্গগুলি
এই প্যাকেজের আওতায় যাত্রীরা ভারতের সাতটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করতে পারবেন, যা হল:
উজ্জয়িনী: মহাকালেশ্বর ও ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ
গুজরাট: সোমনাথ ও নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ
নাসিক: ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, পঞ্চবতী ও কালারাম মন্দির
পুনে: ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ
ঔরঙ্গাবাদ: ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ
এছাড়াও ভেট দ্বারকা, দ্বারকাধিশ মন্দির, স্থানীয় মন্দির ও দর্শনীয় স্থানও দেখানো হবে।

যাত্রা শুরু হবে যেখান থেকে
এই ট্রেনটি ঋষিকেশ, হরিদ্বার, মোরাদাবাদ, বেরেলি, শাহজাহানপুর, হরদই, লখনউ, কানপুর, ওরাই, ঝাঁসি এবং ললিতপুর থেকে যাত্রী তুলবে।

প্যাকেজের খরচ ও বিভাগ
এই ট্যুর প্যাকেজে যাত্রীদের জন্য তিনটি ক্যাটাগরির ব্যবস্থা রয়েছে:

ব্যবস্থা (Deluxe):
ডিলাক্স হোটেলে এসি রুম সহ থাকা ও অন্যান্য সুবিধা
জনপ্রতি খরচ: ৫২,২০০
স্ট্যান্ডার্ড বিভাগ (Standard):
বাজেট হোটেলে এসি রুম সহ থাকা
জনপ্রতি খরচ: ৩৯,৫৫০
স্লিপার বিভাগ (Sleeper):
নন-এসি রুম সহ থাকা
জনপ্রতি খরচ: ২৩,২০০

EMI-তে পেমেন্টের সুযোগ
ভ্রমণকারীদের আর্থিক সুবিধার্থে IRCTC এই ট্যুর প্যাকেজের পেমেন্ট EMI-তে করার সুযোগ দিচ্ছে। যাত্রীরা প্রতি মাসে মাত্র ৮১৬ কিস্তিতে ভ্রমণের খরচ শোধ করতে পারবেন।

বুকিং করার প্রক্রিয়া
এই ট্যুর প্যাকেজে বুকিং 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে করা হবে। আগ্রহীরা অনলাইনে বা সরাসরি অফিসে গিয়ে বুকিং করতে পারবেন:

অনলাইন বুকিং: IRCTC ওয়েবসাইট
সরাসরি বুকিং: লখনউয়ের গোমতী নগরের পর্যটন ভবনে অবস্থিত IRCTC অফিস

যোগাযোগ নম্বর:
8287930199
9236391908
9236391910
9417105544
7302821864
 

 

Read more!
Advertisement
Advertisement