Advertisement

Indian Railways Job Recruitment: মাধ্যমিক পাশে প্রচুর লোক নিচ্ছে রেল, নিয়োগ চলছে, কীভাবে আবেদন? বিস্তারিত রইল

চাকরি খুঁজছেন? নতুন বছরের শুরুতেই ভারতীয় রেলে চাকরিতে নিয়োগ চলছে। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানবিশদের নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। ৪ হাজার ২৩২টি পদে নিয়োগ করা হবে। চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। পরীক্ষার নম্বরের ভিত্তিতে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে।

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Jan 2025,
  • अपडेटेड 1:20 PM IST
  • নতুন বছরের শুরুতেই ভারতীয় রেলে চাকরিতে নিয়োগ চলছে।
  • বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানবিশদের নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল।
  • চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হবে না।

চাকরি খুঁজছেন? নতুন বছরের শুরুতেই ভারতীয় রেলে চাকরিতে নিয়োগ চলছে। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানবিশদের নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। ৪ হাজার ২৩২টি পদে নিয়োগ করা হবে। চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। পরীক্ষার নম্বরের ভিত্তিতে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে।

INDIAN RAILWAY APPRENTICE RECRUITMENT: VACANCIES

কোন কোন ক্ষেত্রে নিয়োগ:

* এয়ার কন্ডিশানিং
* ডিজেল মেশিন
* ইলেক্ট্রিশায়ন
* ইলেক্ট্রোনিক মেকানিক
*ফিটার
* পেন্টার
* ওয়েল্ডার

INDIAN RAILWAY APPRENTICE RECRUITMENT ELIGIBILITY

চাকরিতে যোগ্যতা কী?

* চাকরিপ্রার্থীদের দশম শ্রেণির পরীক্ষায় পাশ হতে হবে। কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি আইটিআই শংসাপত্র লাগবে। 

* ১৫ থেকে ২৪ বছর (২৮ ডিসেম্বর পর্যন্ত) বয়সীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

INDIAN RAILWAY APPRENTICE RECRUITMENT: STIPEND AND FEES

বাছাই করা প্রার্থীরা মাসে স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হবে। মাসে ৭ হাজার ৭০০ টাকা থেকে ২০ হাজার ২০০ টাকা ভাতা দেওয়া হবে। চাকরিতে আবেদনের জন্য ফি লাগবে ১০০ টাকা। এসসি, এসটি, পিএইচ এবং মহিলাদের জন্য কোনও ফি লাগবে না। 

কী কী নথি লাগবে?

* আধার কার্ড

*দশম শ্রেণির মার্কশিট

* আইটিআই ডিপ্লোমা

* পাসপোর্ট সাইজ ছবি

কীভাবে আবেদন করবেন?

* www.scr.indianrailways.gov.in-এ যান।

* 'New Registration' লিঙ্কে ক্লিক করুন। 

* রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নথি আপলোড করুন এবার।

* আবেদনের ফি দিন এবার। তারপরে ফর্ম সাবমিট করুন। 

* নিজের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা রেখে দিন প্লিন্ট আউট বার করে।

আবেদন করার শেষ দিন ২৭ জানুয়ারি, ২০২৫। 


 

Read more!
Advertisement
Advertisement