Advertisement

Indian Railways Rules: টিকিট ছাড়া ট্রেনে চড়লেও বেঁচে যাবেন! খালি রেলের এই নিয়ম মানুন

সাধারণ নিয়মে, ট্রেনের টিকিট না থাকলে সফর করতে পারবেন না। বিনা টিকিটে ট্রেনে উঠলে আর্থিক জরিমানা ও জেলযাত্রা করতে হতে পারে। কিন্তু কোনও কারণে টিকিট না থাকলে কী করবেন? কীভাবে জরিমানার হাত থেতে বাঁচবেন?  

Indian Railways
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 May 2023,
  • अपडेटेड 3:23 PM IST
  • সাধারণ নিয়মে, ট্রেনের টিকিট না থাকলে সফর করতে পারবেন না।
  • বিনা টিকিটে ট্রেনে উঠলে আর্থিক জরিমানা ও জেলযাত্রা করতে হতে পারে।

প্রতিদিন ভারতীয় ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যায়। এমন পরিস্থিতিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষের যাত্রাও খুব সহজ হয়ে যায়। এর পেছনে রয়েছে ভারতীয় ট্রেনের আরাম আসন, এসি সুবিধা, খাবারের ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা ইত্যাদি। আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে একটু আগে ট্রেনের টিকিট বুক করতে হবে এবং তারপরে আপনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হল অনেক সময় হঠাৎ করেই যাতায়াত করতে হয়, কিন্তু আগে থেকেই বুক করা থাকায় তাদের কাছে ট্রেনের টিকিট থাকে না। এমন পরিস্থিতিতে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করা যাবে? এই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায়, তাহলে চলুন উত্তর জানার চেষ্টা করি। আপনি পরবর্তী স্লাইডে এই সম্পর্কে জানতে পারেন...

সাধারণ নিয়মে, ট্রেনের টিকিট না থাকলে সফর করতে পারবেন না। বিনা টিকিটে ট্রেনে উঠলে আর্থিক জরিমানা ও জেলযাত্রা করতে হতে পারে। কিন্তু কোনও কারণে টিকিট না থাকলে কী করবেন? কীভাবে জরিমানার হাত থেতে বাঁচবেন?  

কোনও কারণে টিকিট না কেটে থাকলে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারেন। সেক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ড কিছুই হবে না। এর জন্য আপনাকে প্রথমে প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে। তার পর যাত্রার সময় TTE কে বলতে হবে যে হঠাৎ করে যাত্রা করতে হয়েছে। যে স্টেশনে যেতে চান তা টিটিই-কে জানিয়ে দিন। তার পর টিকিট পরীক্ষকই আপনার টিকিট তৈরি করে দেবেন। 

আরও পড়ুন- কনফার্মড তৎকাল টিকিট বুক করতে চান? এই ভুল একদম করবেন না

তাড়াহুড়োয় টিকিট না কেটে থাকলেও বেঁচে যেতে পারেন। জেলযাত্রা হবে না। খালি টিটিই-কে জানিয়ে দিন বিষয়টি  আপনার কাছে ট্রেনের টিকিট না থাকলে TTE ২৫০ টাকা জরিমানা নেন। সেই সঙ্গে দিতে হয় টিকিটের দাম। কোনও আসন খালি থাকলে টিটিই-এর সঙ্গে কথা বলে নিতে পারেন।

Advertisement


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement