Advertisement

Jio Best Plan: জিওর সবচেয়ে সস্তার প্ল্যান! মাত্র ৮৯৫ টাকায় ১১ মাস কলিং, ডেটা, SMS

Jio ₹895 Recharge Plan: সস্তায় লম্বা সময়ের জন্য রিচার্জ প্ল্যান চাই? তাহলে জিওর এই নতুন প্ল্যানটি দেখে রাখতে পারেন। মাত্র ৮৯৫ টাকায় একইসঙ্গে কলিং, ডেটা ও এসএমএস পাবেন।

এটাই জিওর বেস্ট প্ল্যানএটাই জিওর বেস্ট প্ল্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2025,
  • अपडेटेड 12:55 PM IST
  • সস্তায় লম্বা সময়ের জন্য রিচার্জ প্ল্যান চাই?
  • জিওর এই নতুন প্ল্যানটি দেখে রাখতে পারেন।

Jio ₹895 Recharge Plan: সস্তায় লম্বা সময়ের জন্য রিচার্জ প্ল্যান চাই? তাহলে জিওর এই নতুন প্ল্যানটি দেখে রাখতে পারেন। মাত্র ৮৯৫ টাকায় একইসঙ্গে কলিং, ডেটা ও এসএমএস পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি প্রায় ১১ মাস। অর্থাৎ, একবার রিচার্জ করলে প্রায় বছরভর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

প্ল্যানটি মূলত জিও ফোন এবং জিও ফোন প্রাইমা ব্যবহারকারীদের জন্য। সাধারণ জিও মোবাইল ইউজাররা এই অফারের সুবিধা পাবেন না। তাঁদের জন্য জিওর আলাদা রিচার্জ প্ল্যান রয়েছে।

এই প্ল্যানে কী থাকছে?
এই ৮৯৫ টাকার রিচার্জে মোট ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। প্রতি ২৮ দিনের সাইকেলে ব্যবহার করা যাবে ২ জিবি করে ডেটা। অর্থাৎ, গোটা মেয়াদের জন্য মোট ২৪ জিবি ডেটা মিলবে। ডেটা শেষ হয়ে গেলে গতি কমে হবে ৬৪ কেবিপিএস। তবে ইন্টারনেট চলা বন্ধ হবে না।

ডেটার পাশাপাশি থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। প্রতি ২৮ দিনে মিলবে ৫০টি করে এসএমএস পাঠানোর সুযোগ। ফলে গোটা মেয়াদে ব্যবহার করা যাবে ৬০০টি এসএমএস।

অতিরিক্ত বেনেফিটও পাবেন
জিও এই প্ল্যানের সঙ্গে দিচ্ছে কিছু বিশেষ পরিষেবা। এর মধ্যে রয়েছে JioTV এবং JioAICloud-এর অ্যাক্সেস। ফলে ইউজাররা মোবাইলে নানা চ্যানেল, সিনেমা ও ক্লাউড স্টোরেজের সুবিধা নিতে পারবেন বিনামূল্যে।

তবে মনে রাখবেন, এটি সব গ্রাহকের জন্য নয়। শুধুমাত্র জিও ফোন এবং জিও ফোন প্রাইমা ব্যবহারকারীরাই এই অফার পাবেন। যদি আপনি সাধারণ অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে জিও সিম ব্যবহার করেন, তাহলে আপনাকে জিওর অন্য রিচার্জ প্ল্যান নিতে হবে।

সাধারণ ইউজারদের জন্য কী প্ল্যান?
যাঁরা সাধারণ জিও সিম ব্যবহার করেন, তাঁদের জন্য সংস্থার সবচেয়ে সস্তা লং-টার্ম প্ল্যান হল ১৭৪৮ টাকার। এটিতেও ভ্যালিডিটি ৩৩৬ দিন। তবে এতে শুধু ভয়েস কলিং এবং এসএমএস পরিষেবা পাওয়া যায়। ডেটা নেই। এতে পুরো মেয়াদে ৩৬০০টি এসএমএস পাঠানো যাবে, সঙ্গে আনলিমিটেড কলিং।

অর্থাৎ, জিও এবার তাদের ফোন ব্যবহারকারীদের জন্য সত্যিই চমকপ্রদ অফার নিয়ে এসেছে। মাত্র ৮৯৫ টাকায় ১১ মাসের কথা বলা, ইন্টারনেট আর মেসেজ — সব একসঙ্গে। যারা সাশ্রয়ে দীর্ঘ মেয়াদের রিচার্জ খুঁজছেন, তাঁদের জন্য এই প্ল্যান নিঃসন্দেহে দারুণ পছন্দ হতে পারে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement