Advertisement

Jio Cheapest Recharge Plans: জিও-র সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান, ৩ মাস আনলিমিটেড কল-ডেটা পাবেন

Jio Cheapest Recharge Plans: বিভিন্ন প্ল্যানের দাম বেড়েছে। অনেকেরই তাই সস্তায় রিচার্জ করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে। এখনকার দিনে সব পরিবারেই একাধিক স্মার্টফোন। আর নেট-কল ছাড়া ফোন কার্যত অকেজো। ফলে সব ফোনেই একে একে রিচার্জ করার খরচ মোটেও কম নয়।

Jio 479 টাকার রিচার্জ প্ল্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2024,
  • अपडेटेड 3:29 PM IST
  • একই প্ল্যানে বারবার রিচার্জ করতে থাকেন ব্যবহারকারীরা।
  • জিও-র এমন অনেক প্ল্যান আছে, যা শুধুমাত্র My Jio অ্যাপ থেকে খুললে তবেই জানা যায়।
  • আজকের প্রতিবেদনে আমরা জানাব Jio-র এমনই এক সস্তার প্ল্যানের বিষয়ে। 

Jio Cheapest Recharge Plans: বিভিন্ন প্ল্যানের দাম বেড়েছে। অনেকেরই তাই সস্তায় রিচার্জ করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে। এখনকার দিনে সব পরিবারেই একাধিক স্মার্টফোন। আর নেট-কল ছাড়া ফোন কার্যত অকেজো। ফলে সব ফোনেই একে একে রিচার্জ করার খরচ মোটেও কম নয়।

Jio-র প্ল্যানের সংখ্য়া অনেক। ফলে রিচার্জ করতে গিয়ে সবাই কনফিউজড হয়ে যান। তাছাড়া থার্ড পার্টি লেনদেনের অ্যাপে সব প্ল্যান শো-ও করে না। ফলে একই প্ল্যানে বারবার রিচার্জ করতে থাকেন ব্যবহারকারীরা।

কিন্তু জিও-র এমন অনেক প্ল্যান আছে, যা শুধুমাত্র My Jio অ্যাপ থেকে খুললে তবেই জানা যায়। আজকের প্রতিবেদনে আমরা জানাব Jio-র এমনই এক সস্তার প্ল্যানের বিষয়ে। 

৩ মাসের জন্য সস্তায় রিচার্জ

আজ আপনারা ৩ মাসের জন্য Jio-র সবচেয়ে সস্তার প্ল্যানের বিষয়ে জানতে পারবেন। এই প্ল্যানে একবার রিচার্জ করলেই ৩ মাসের জন্য নিশ্চিন্ত। 

এই প্ল্যান কোথায় পাবেন?

Jio-র পোর্টাল বা My Ji অ্যাপের প্রিপেইড প্ল্যানের ভ্যালু সেকশন থেকে ৮৪ দিনের(প্রায় ৩ মাসের) এই সস্তার রিচার্জ প্ল্যান পাওয়া যাবে। 

প্ল্যানের দাম কত?

এই রিচার্জ প্ল্যানের দাম 479 টাকা। অনেকেই এটির সম্পর্কে জানেন না। কারণ এটি Paytm এবং PhonePe-এর মতো অ্যাপে পাওয়া যায় না। 

আনলিমিটেড কল পাবেন

এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা আনমিলিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এতে ইউজাররা লোকাল ও STD কলিং-এর সুবিধাও পাবেন। 

কত ডেটা পাবেন?

Jio-র 479 টাকার এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা মোট ৬ জিবি ইন্টারনেট জেটা পাবেন। 

SMS

এই প্ল্যানে ইউজাররা মোট ১,০০০টি SMS পাঠাতে পারবেন।

Advertisement

অ্যাপস

এর পাশাপাশি জিও-র বিভিন্ন অ্যাপস, যেমন JioTV, Jio Cinema এবং Jio Cloud-এরও অ্যাক্সেস পাবেন। তবে JioCinema প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পাবেন না। 

কাদের জন্য এই প্ল্যান সেরা?

যাঁরা শুধুমাত্র রোজকার ফোন আসা যাওয়া, মেসেজের জন্য রিচার্জ খুঁজছেন, তাঁদের জন্য এটি সেরা অপশন। এর পাশাপাশি টুকটার সার্চ, ম্যাপ দেখা, অনলাইন পেমেন্ট করার মতো নেটও রয়েছে। ফলে মূলত যে ফোনে সেভাবে নেটের দরকার নেই, তাতে এই প্ল্যানে রিচার্জ করতে পারেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement