Advertisement

Garia Station-Ruby Metro Fare Chart: চালু হচ্ছে রুবি পর্যন্ত মেট্রো, কোন স্টেশন থেকে কত ভাড়া?

অতিসম্প্রতি কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনে নিরাপত্তা খতিয়ে দেখে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তার পর মিলেছে অনুমতি। মেট্রোর এই পথ ধাপে ধাপে চালু হবে। আপাতত চলবে রুবি পর্যন্ত।

Garia Station To Ruby Metro Garia Station To Ruby Metro
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Apr 2023,
  • अपडेटेड 2:27 PM IST
  • চালু হচ্ছে গড়িয়া থেকে রুবি মেট্রো।
  • অরেঞ্জ লাইনে ভাড়া কত?

ধাপে ধাপে চালু হচ্ছে শহরের একের পর এক মেট্রো। সদ্য চালু হয়েছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। এবার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি মোড় পর্যন্ত চলবে মেট্রো। রুবি মোড়ে মেট্রো স্টেশনরে নাম হেমন্ত মুখার্জী স্টেশন। এর ফলে দমদম থেকে সোজা রুবি যেতে পারবেন মেট্রো যাত্রীরা। মাঝে রাসবিহারীতে নেমে বাস ধরার দরকার পড়বে না।       

অতিসম্প্রতি কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনে নিরাপত্তা খতিয়ে দেখে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তার পর মিলেছে অনুমতি। মেট্রোর এই পথ ধাপে ধাপে চালু হবে। আপাতত চলবে রুবি পর্যন্ত। এই লাইন যাবে কলকাতা বিমানবন্দর পর্যন্ত। তার পর গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হবে। এটি হল কলকাতার অরেঞ্জ লাইন। জোকা-তারাতলা পার্পল লাইনের ধাঁচেই পরিষেবা শুরু হবে বলে খবর।  এই লাইনে থাকবে এক রেক এক প্লাটফর্ম পরিষেবা। এবার এই লাইনে ভাড়া ঘোষণা করে দিল মেট্রো কর্তৃপক্ষ। রইল তার তালিকা- 

অরেঞ্জ লাইনে কত ভাড়া  

আরও পড়ুন

-দমদম, দক্ষিণেশ্বর থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) ভাড়া পড়বে ৪৫ টাকা। ওই পথে গড়িয়ায় নেমে অরেঞ্জ লাইনের মেট্রো ধরতে পারবেন যাত্রীরা। 

-ধর্মতলা ,চাঁদনিচক,পার্ক স্ট্রিট, কালীঘাট থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) পর্যন্ত ৪০ টাকা ভাড়া পড়বে।

-মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি ) পর্যন্ত ভাড়া ৩৫ টাকা।

-প্রথম ধাপে দু কিলোমিটারের ক্ষেত্রে ভাড়া ৫ টাকা।
-দ্বিতীয় ধাপে ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১০ টাকা।
- তৃতীয় ধাপে ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৩০ টাকা। 

কলকাতায় মেট্রোয় সময়ের ব্যবধান কমছে

সদ্য কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন পি উদয়কুমার রেড্ডি। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, কলকাতা মেট্রোয় নতুন ১৪টি ডালিয়ান রেক চালানো হবে। ফলে দুই মেট্রোর মধ্য়ে সময়ের ব্যবধান কমবে। যাত্রীরা আরও তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে পারবেন। 

Advertisement

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে শীঘ্রই। চলতি বছরেই ওই মেট্রো চালুর পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। এ বছর ২২.৯ কিলোমিটার নতুন লাইনে মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ। এর পর তারাতলা থেকে মাঝেরহাট এবং রুবি থেকে সল্টলেক। সেই সঙ্গে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত চলবে মেট্রো। কবে নাগাদ শুরু হবে? মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, খুব শীঘ্রই শুরু হবে পরিষেবা।
 

Read more!
Advertisement
Advertisement