Advertisement

LIC Scheme : LIC-র দারুণ স্কিম, ৮ বছর প্রিমিয়াম না দিয়েও পান প্রচুর টাকা রিটার্ন

জীবন আজাদ স্কিমে (Jeevan Azad Policy) প্রিমিয়াম পরিশোধের মেয়াদ মাইনাস ৮ বছর। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনও বিনিয়োগকারী ১৮ বছরের পলিসির মেয়াদ বেছে নেন, তাহলে ব্যক্তিকে শুধুমাত্র ১০ বছরের (১৮-৮) জন্য প্রিমিয়াম দিতে হবে। এই পলিসিতে ন্যূনতম নিশ্চিত রাশি হল ২ লক্ষ টাকা এবং সর্বোচ্চ নিশ্চিত অর্থ হল ৫ লক্ষ টাকা৷ এই পলিসি ১৫ থেকে ২০ বছরের জন্য নেওয়া যেতে পারে।

এলআইসি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Feb 2023,
  • अपडेटेड 9:28 PM IST
  • এলআইসি-তে রয়েছে প্রচুর স্কিম
  • নতুন এসেছে জীবন আনন্দ পলিসি
  • বাজারে মিলেছে ব্যাপক সাড়া

দেশের সবচেয়ে বড় সরকারি বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Life Insurance Corporation Of India) জীবন আজাদ পলিসি (Jeevan Azad Policy) ইতিমধ্যেই দারুণ সাড়া পেয়েছে। লঞ্চের ১০-১৫ দিনের মধ্যে ৫০,০০০ জীবন আজাদ পলিসি বিক্রি হয়ে গিয়েছে। LIC চেয়ারম্যান এম আর কুমার ভার্চুয়াল প্রেস মিটে এই তথ্য জানিয়েছেন। জীবন আজাদ পলিসি একটি নন-পার্টিসিপেটিং বীমা স্কিম। এই বছরের জানুয়ারিতে স্কিমটি চালু করেছে এলআইসি। এই সংস্থা সমস্ত বয়সের মানুষের জন্য বিমা স্কিম নিয়ে আসে। দেশের লক্ষ লক্ষ মানুষ এলআইসি-র স্কিমে বিনিয়োগ করেন।

নিশ্চিত রিটার্ন
জীবন আজাদ স্কিমে (Jeevan Azad Policy) প্রিমিয়াম পরিশোধের মেয়াদ মাইনাস ৮ বছর। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনও বিনিয়োগকারী ১৮ বছরের পলিসির মেয়াদ বেছে নেন, তাহলে ব্যক্তিকে শুধুমাত্র ১০ বছরের (১৮-৮) জন্য প্রিমিয়াম দিতে হবে। এই পলিসিতে ন্যূনতম নিশ্চিত রাশি হল ২ লক্ষ টাকা এবং সর্বোচ্চ নিশ্চিত অর্থ হল ৫ লক্ষ টাকা৷ এই পলিসি ১৫ থেকে ২০ বছরের জন্য নেওয়া যেতে পারে।

৯০ দিন থেকে ৫০ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। LIC-এর এই স্কিমটি নিলে, পলিসি হোল্ডার বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন। পলিসি হোল্ডাররা মেয়াদপূর্তিতে নিশ্চিত রিটার্ন পাবেন।

এলআইসি-র লাভ
এম আর কুমার বলেন, এলআইসি (LIC) গ্যারান্টিযুক্ত স্কিমগুলিতে মনোনিবেশ করছে। কারণ তাঁরা পলিসি হোল্ডারদের (LIC Policy Holder) হাই মার্জিন প্রদান করেন। সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন যে, ৩১ ডিসেম্বর ২০২২-এ শেষ হওয়া ত্রৈমাসিকে এলআইসির নেট লাভ বেড়েছে। ডিসেম্বর ত্রৈমাসিকে এলআইসি ৬,৩৩৪ কোটি টাকার মুনাফা বৃদ্ধি করেছে। এক বছর আগে তা ছিল ২৩৫ কোটি টাকা। LIC-এর নেট প্রিমিয়াম আয়ও 3FY22-র ৯৭,৬২০ কোটি টাকার তুলনায় Q3FY23-তে বেড়ে ১.১ লক্ষ কোটি টাকা হয়েছে৷
 

Advertisement

আরও পড়ুন - কলকাতায় সস্তায় টেডি বিয়ার-সফট টয় মেলে এই বাজারে, জানেন কোথায়?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement