Advertisement

LIC-এর নতুন ২ স্কিম কোটিপতি বানাবে, বিমার সঙ্গে দারুণ রিটার্নের গ্যারান্টি

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা LIC নতুন দু'টি প্ল্যান সাধারণ মানুষের জন্য সামনে এনেছে। এই দু'টি প্ল্যানের নাম হল প্রোটেকশন প্লাস এবং বিমা কবচ। আর এই দুই প্ল্যানে আপনি লাইফ ইনস্যুরেন্স এবং গ্যারেন্টিড সেভিংস পাবেন। এক্ষেত্রে প্রোটেকশন প্লাস প্ল্যানে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে পারবেন। ও দিকে বিমা কবচ আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে।

এলআইসি প্ল্যানএলআইসি প্ল্যান
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Dec 2025,
  • अपडेटेड 10:21 AM IST
  • এই দু'টি প্ল্যানের নাম হল প্রোটেকশন প্লাস এবং বিমা কবচ
  • এই দুই প্ল্যানে আপনি লাইফ ইনস্যুরেন্স এবং গ্যারেন্টিড সেভিংস পাবেন
  • প্রোটেকশন প্লাস প্ল্যানে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে পারবেন

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা LIC নতুন দু'টি প্ল্যান সাধারণ মানুষের জন্য সামনে এনেছে। এই দু'টি প্ল্যানের নাম হল প্রোটেকশন প্লাস এবং বিমা কবচ। আর এই দুই প্ল্যানে আপনি লাইফ ইনস্যুরেন্স এবং গ্যারেন্টিড সেভিংস পাবেন। এক্ষেত্রে প্রোটেকশন প্লাস প্ল্যানে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে পারবেন। ও দিকে বিমা কবচ আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে।

আর এই দুটি প্ল্যানই খুব সহজ, উপকারী এবং ভরসাযোগ্য বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই প্ল্যানগুলি আর্থিকভাবে সহয়তা দেবে। তাই এই দুই প্ল্যানের দিকে নজর রাখা খুবই জরুরি।

LIC Protection Plus

এই প্ল্যানটা তাদের জন্য, যারা চাইছেন ইনস্যুরেন্সের পাশাপাশি সেভিংস করতে। এটা শুধু মৃত্যুর পরই নিরপত্তা দেয় না, পাশাপাশি ইউনিট ফান্ড বেসড ফান্ড ভ্যালুও মেলে। অর্থাৎ সোজা ভাষায় ভাল রিটার্ন পাওয়া যায়। এই প্ল্যানে আপনার টাকা মার্কেটের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়। তাতে গতানুগতিক প্ল্যানের রিটার্নের থেকে বেশি লাভ মেলে।

এই পলিসির লাভ কী?

  • এই পলিসি আপনি ১৮ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত করতে পারবেন
  • ১০, ১৫, ২০ বা ২৫ বছরের টার্ম নিতে পারেন
  • প্রিমিয়াম দিতে পারেন ৫, ৭, ১০, ১৫ বছরের জন্য
  • যতটা টাকা বছরে জমাবেন, তার থেকে ৫ থেকে ৭ গুণ রিটার্ন পেতে পারেন
  • আপনি চাইলে টপআপ প্রিমিয়ামও দিতে পারেন, যার ফলে বাড়বে বিনিয়োগ
  • এই প্ল্যানের মাধ্যমে আপনি কিছুটা টাকা প্রয়োজমতো তুলতেও পারেন ৫ বছর পর
  • পলিসি টার্ম শেষ হওয়ার পর ম্যাচুরিটির টাকা পেয়ে যাবেন
  • পলিসি যার নামে তিনি যদি মারা যান, নমিনি সাম অ্যাসিয়র্ডের সঙ্গে ফান্ড ভ্যালুও পেয়ে যাবেন

LIC Bima Kavach

এটা হল রিস্ক প্রোটেকশন টার্ম প্ল্যান। এটায় আপনার সেভিংস করার বা বিনিয়োগের জায়গা নেই। তবে ফিক্সড ডেথ বেনিফিট রয়েছে।

এর বৈশিষ্টগুলি জেনে নিন

  • ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কোনও মানুষ এই প্ল্যান করতে পারেন
  • পলিসি টার্ম বা সর্বোচ্চ বয়স ১০০ পর্যন্ত পাওয়া যাবে ম্যাচুরিটি
  • এই পলিসির মাধ্যমে আপনি সাম অ্যাসিয়র্ড লেভেল বেছে নিতে পারবেন
  • চাইলে সেই সাম অ্যাসিয়র্ড পরে বাড়াতেও পারবেন
  • চাইলে সিঙ্গল, লিমিটেড এবং রেগুলার প্রিমিয়াম দিতে পারেন এই পলিসিতে
  • সিঙ্গল প্রিমিয়াম টার্ম ১০ বছরের, লিমিটেড প্রিমিয়াম টার্ম ১০, ১৫, ২০ বছরের এবং রেগুলার প্রিমিয়াম টার্ম ১০ বছরের
  • মিনিমাম সাম অ্যাসিয়োর্ড ২ কোটি টাকার

Read more!
Advertisement
Advertisement