Advertisement

Eastern Railway Cancelled Trains: পূর্বরেলের বহু লোকাল ট্রেন বুধবার পর্যন্ত বাতিল, দুর্ভোগের আশঙ্কা

IRCTC Cancelled Trains: এবার পূর্ব রেলের নির্দিষ্ট শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সোম থেকে বুধবার পর্যন্ত বাতিল করা হয়েছে এই শাখার বেশ কয়েকটি ট্রেন। ফলে সপ্তাহের প্রথম দিন থেকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে এই শাখার অসংখ্য নিত্যযাত্রীরা। দেখে নিন বাতিল ট্রেনের সম্পূর্ণ তালিকা...

পূর্বরেলের বহু লোকাল ট্রেন বুধবার পর্যন্ত বাতিল, দুর্ভোগের আশঙ্কা!পূর্বরেলের বহু লোকাল ট্রেন বুধবার পর্যন্ত বাতিল, দুর্ভোগের আশঙ্কা!
  • কলকাতা,
  • 30 Jan 2023,
  • अपडेटेड 6:17 PM IST
  • এবার পূর্ব রেলের নির্দিষ্ট শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
  • সোম থেকে বুধবার পর্যন্ত বাতিল করা হয়েছে এই শাখার বেশ কয়েকটি ট্রেন।

Eastern Railway Cancelled Trains: এবার পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হল। বাতিল করা হয়েছে এই শাখার বেশ কয়েকটি ট্রেন। ফলে সপ্তাহের প্রথম দিন থেকেই চরম দুর্ভোগের মুখে পড়েছেন এই শাখার অসংখ্য নিত্যযাত্রীরা।

পূর্ব রেল সূত্রে খবর, শুধু সোমবারই নয়, এই শাখায় আগামী বুধবার পর্যন্ত অধিকাংশ লোকাল ট্রেনই বন্ধ থাকছে। এর ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি লোকাল ট্রেনের উপর নির্ভরশীল অসংখ্য ছোট ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার থেকে বুধবার পর্যন্ত কাটোয়া-আমিজগঞ্জ শাখায় মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেলের জরুরি কিছু কাজের জন্য এই ত্রিশটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন কম থাকায় এবং নির্দিষ্ট সময়ে ট্রেন না পেয়ে নিত্যযাত্রীদের সপ্তাহের প্রথম দিন থেকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। সোমবার কাটোয়া-আজিমগঞ্জ শাখার আজিমগঞ্জ থেকে 03068 নম্বর ট্রেনটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

রেলের তরফে এই শাখায় লাইনের জরুরি কাজের জন্য ট্রেন বাতিল করেছে বলে জানানো হয়েছে। যদিও বিজ্ঞপ্তি দিয়ে রেল কর্তৃপক্ষ যাত্রীদের এই পরিবর্তনের কথা আগাম জানিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও অনেকেরই সেই বিজ্ঞপ্তি নজর এড়িয়ে যাওয়ায় দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। তবে কাজ শেষ হয়ে গেলে এই অংশে ওই অংশে ট্রেনের গতি অনেকটাই বৃদ্ধি পাবে।

মঙ্গল ও বুধবার কাটোয়া-আজিমগঞ্জ শাখার বাতিল ট্রেনের তালিকা:
•    মঙ্গলবার আজিমগঞ্জ থেকে 03042, 03068, 03036, 03062, 03096, 03098, 03090, 03076, 05436 –এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। মঙ্গলবার কাটোয়া থেকে 03035, 03061, 03095, 03097, 03089, 03075 –এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
•    বুধবার আজিমগঞ্জ থেকে - 03042, 03068, 03036, 03062, 03096, 03098, 03090, 03076 –এই লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে। কাটোয়া থেকে বুধবার 05435, 03041, 03035, 03061, 03095, 03097, 03089, 03075 লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।  এছাড়াও এই তিন দিন এই শাখার বেশ কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হচ্ছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement