Advertisement

Sufal Bangla Rate Chart : 'সুফল বাংলা'য় সস্তায় সবজি-ফল বিক্রির নির্দেশ, দাম কেমন?

সামগ্রিকভাবে মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার আনাজ, শাকসবজি ও ফলের দাম নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সুফল বাংলার (Sufal Bangla) বিক্রয় কেন্দ্র আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি। একইসঙ্গে বেশকিছু সবজি ও ফলের দাম আরও কমানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সুফল বাংলায় সস্তায় মিলবে সবজি-ফল
জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 07 Apr 2022,
  • अपडेटेड 5:17 PM IST
  • সুফল বাংলায় সস্তায় মিলছে সবজি-ফল
  • আরও বিক্রয় কেন্দ্র বাড়ানোর নির্দেশ
  • দুবেলাই খোলা থাকবে স্টল

আনাজ, শাকসবজি ও ফলের দাম আকাশ ছোঁয়া। তার মধ্যে চলছে রমজান মাস। সামনেই রয়েছে অন্নপূর্ণা পুজো ও পয়লা বৈশাখ। এবার তাই সামগ্রিকভাবে মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার আনাজ, শাকসবজি ও ফলের দাম নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সুফল বাংলার (Sufal Bangla) বিক্রয় কেন্দ্র আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি। একইসঙ্গে বেশকিছু সবজি ও ফলের দাম আরও কমানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সুফল বাংলায় কীসের কতো দাম?
সুফল বাংলায় বিক্রি হওয়া বিভিন্ন শাকসবজি ও ফলের দাম এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান

আনাজ/ফল        বাজারে দাম        সুফল বাংলায় দাম 
লাউ                      ২৫                       ১৬
ফুলকপি               ৩৫                       ২২
শসা                      ৬০                       ৫২
কুমড়ো                 ৩০                       ১৯
ঝিঙে                    ৬৫                      ৪৫
* দামের একক টাকায়

একইসঙ্গে কিছু আনাজ ও ফলের দাম আরও কমানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী
আনাজ/ফল                                নতুন দাম
আলু                                             ১৮
নাসিকের পেঁয়াজ                          ২০
সুখসাগর পেঁয়াজ                          ১৫
পেঁপে                                           ৪৫
সিঙ্গাপুরি কলা (ডজন)                  ২৫
তরমুজ                                         ২৫
* দামের একক টাকায়

Advertisement

যে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
পাশাপাশি এদিন এই বিষয়ে আরও বেশকিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন-
১. বর্তমানে সুফল বাংলার স্টল রয়েছে ৩৩২টি। সেটি বাড়িয়ে ৫০০ করতে হবে। 
২. সুফল বাংলার স্টলে খেজুর, আঙুর ও ছোলা রাখতে হবে। 
৩. প্রতিটি বাজারে সুফল বাংলার বিক্রয় কেন্দ্র থাকবে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত। 
৪. এনফোর্স ডিপার্টমেন্ট ও পুলিশকে নজর রাখতে হবে। 

কেন্দ্রের কাছে আবেদন
একইসঙ্গে এদিন কেন্দ্রের কাছে বেশকিছু আবেদনও জানান মমত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন-
১. দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ রোধ করতে হবে।
২. টোল ট্যাক্স নেওয়া আপাতত বন্ধ করতে হবে।
৩. রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল ও অত্যাবশ্যকীয় পণ্যের দাম কমাতে হবে।

আরও পড়ুনAmazon-এ ধামাকা সেল, অর্ধেক দামে TV, মোবাইলেও বিরাট ছাড়

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement